অনৈতিক লেনদেন: হাইকোর্টের দুই কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদকঅনৈতিক লেনদেন, অসদাচরণ, দুর্নীতি ও অফিস শৃঙ্খলা পরিপন্থি কাজ করার গুরুতর অভিযোগের সত্যতা পাওয়ায় হাইকোর্ট বিভাগের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ ও মো. সেরাজুল ইসলাম। এই দুইজন এফিডেভিট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদেরকে সাময়িক বরখাস্ত করে ২০ আগস্ট (বৃহস্পতিবার) আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ, হাইকোর্ট ডিভিশন এমপ্লয়িজ (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুলস, ১৯৮৩ এর ২ (৪) বিধির সঙ্গে পঠিত ৩ (বি) (সি) বিধি মতে অসদাচরণ, দুর্নীতি ও অফিস শৃঙ্খলা পরিপন্থি এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে অভিযুক্ত করে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো গুরুতর হওয়ায় তাদেরকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হলো।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2YmeM9d
Post Come trough : PURBOPOSHCIMBD