উপবৃত্তির প্রলোভনে ছাত্রকে বলাৎকারের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
সারাদেশ
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিদিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বোয়ালমারী শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহার বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা সোমবার (৩ আগস্ট) দুপুরে নবাবগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলা এবং স্থানীয় অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই প্রাধান শিক্ষক উত্তম কুমার সাহা ভুক্তভোগী ছাত্রকে এ হাজার টাকার উপবৃত্তি দেওয়ার লোভ দেখিয়ে স্কুলে ডেকে নেয়। পরে প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ওই ছাত্রকে বিদ্যালয়ের পাশে হলুদের ক্ষেতে নিয়ে গিয়ে বলাৎকার করে।
এ ঘটনা ওই শিক্ষার্থী তার বাবা-মাকে জানায়। ওই ছাত্র অসুস্থ্য হয়ে পড়লে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কোনো প্রকার আইনগত ব্যবস্থা না নিতে প্রধান শিক্ষক ওই ছাত্রের অভিভাবকের উপর বিভিন্নভাবে চাপ দিতে থাকে।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা জানান, ওই ছাত্র তার প্রতিবেশি। গত ২৭ জুলাই দুপুরে বৃষ্টির মধ্যে ওই ছাত্রকে কোলে করে তিনি মাছ ধরতে যাচ্ছিলেন। গ্রামের কিছু পূর্ব শত্রু এটি দেখে ফেলে। পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে তার নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। এ ঘটনায় তিনি ওই ছাত্রের বাবা মায়ের কাছে ক্ষমা চেয়েছেন।
বিরামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার জানান, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। বিষয়টি সম্পর্কে অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকার করার ঘটনায় মামলা হওয়ায় আইন অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান জানান, এ ঘটনায় সোমবার ওই ছাত্রের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইন মামলা দিয়েছে। পুলিশ আসামি ধরতে অভিযান চালাচ্ছে।
পূর্বপশ্চিমবিডি/জেডআই
Post Written by :
Original Post URL : https://ift.tt/3a036h5
Post Come trough : PURBOPOSHCIMBD