লক্ষ্মীপুরের ৭টি হাসপাতাল বন্ধের নির্দেশ
অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে সাতটি প্রাইভেট হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
লক্ষ্মীপুর প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুরে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে সাতটি প্রাইভেট হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার অভিযান পরিচালনা করে হাসপাতালগুলো বন্ধের নির্দেশ দেন।
রেজিস্ট্রি নবায়ন ও ডিপ্লোমা নার্স না থাকাসহ বিভিন্ন অনিয়ম থাকায় মৌখিকভাবে হাসপাতালগুলোকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
হাসপাতালগুলো হচ্ছে- মেঘনা হাসপাতাল, মেহেরুন্নেসা হাসপাতাল, জনসেবা হাসপাতাল, মডার্ন হাসপাতাল, ম্যাক্স কেয়ার হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল এবং নিরাময় হাসপাতাল।
অভিযানে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বাহারুল আলম উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার ৯টি প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটার, ফার্মেসি, প্যাথলজিক্যাল ল্যাব পরিদর্শন ও কাগজপত্র যাচাই বাছাই করা হয়।
লক্ষ্মীপুর প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান তুহিন বলেন, সরকারের নিয়ম মেনেই স্বাস্থ্য অধিদফতরে কাগজপত্র ও টাকা জমা দেয়া হয়েছে। কিন্তু কর্মকর্তাদের হয়রানির কারণে কাগজপত্র পেতে দেরি হচ্ছে। নবায়ন না করায় রায়পুরের সাতটি হাসপাতালকে মৌখিকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে বলে শুনেছি।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার বলেন, আমরা চাচ্ছি প্রত্যেকটি সেবামূলক প্রতিষ্ঠান সঠিক নিয়মে পরিচালিত হোক। প্রতিষ্ঠান বন্ধ বা সিলগালা করার কোনো উদ্দেশ্য নেই। নবায়ন না করাসহ কয়েকটি সমস্যা থাকায় হাসপাতালগুলো বন্ধ রাখার জন্য বলা হয়েছে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে কাগজপত্রসহ অন্যান্য সমস্যাগুলো দ্রুত সমাধান করতে নির্দেশ দেয়া হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2Qp4Ur1
Post Come trough : PURBOPOSHCIMBD