মোঃ আলামিন হোসেন কলারোয়া প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ০৭ নং চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) আব্দুল আলিম কতৃক সরকারি ঔষধ আত্মসাতের ঘটনায় এবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত রবিবার ( ১৬ আগস্ট) সরকারি ঔষধ আত্মসাতের দায়ে অভিযুক্ত সিএইচসিপি আব্দুল আলিমকে সাময়িক বরখাস্ত করে সেখানে সিএইচসিপি জাহিদ কে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, ঘটনাটি আমি জানতে পেরে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম।
ঐ তদন্ত রিপোর্ট পেয়ে আমি ঐ সিএইচসিপি আব্দুল আলিমকে শোকজ করেছি।
তিনি আমার শোকজের উত্তর দিয়েছেন। এরপর আমি তদন্ত রিপোর্টটি আমাদের সাতক্ষীরার মাননীয় সিভিল সার্জন মহোদয়কে পাঠিয়ে দিয়েছি এবং ইতিমধ্যে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে । তাকে অব্যাহতি দিয়ে সেখানে আর একজন সিএইচসিপিকে সেখানকার দায়িত্ব দিয়েছি।
এ ব্যাপারে জানতে চাইলে, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হোসাইন সাফায়াত বলেন, এ ব্যাপারে তদন্ত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমার কাছে রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন।
ওই রিপোর্টটি আমি কমিউনিটি বেসড হেলথ কেয়ারে পাঠিয়ে দেবো।
সেখান থেকেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সিএইচসিপি আব্দুল আলিমকে সাময়িক বরখাস্ত করার বিষয়ে জেলার স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ এই কর্মকর্তা বলেন,সরকারি ঔষধ সহ হাতেনাতে ধরা পড়া একজন অভিযুক্তকে তো আর স্টোরের দায়িত্ব দেয়া যাবে না এজন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত: গত ০৮ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সরকারি ঔষধ আত্মসাত করে সরিয়ে ফেলার সময় জনতার হাতে ধরা পড়েন কলারোয়ার ০৭ নং চন্দনপুর ইউনিয়নে বয়ারডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আব্দুল আলিম ও তার ভগ্নিপতি ।
এ দিকে জনসাধারণের মৌলিক অধিকার তথা সরকারি ঔষধ আত্মসাতের মতো জঘন্য অপরাধের হোতা আব্দুল আলিম ও তার সহযোগীদের স্থায়ী ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কলারোয়ার সর্বস্তরের জনসাধারণ ।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3iSCXnz
Post Come trough : Nachole News | নাচোল নিউজ