মাঠপর্যায়ে ভূমি সংক্রান্ত সেবা আরও জনবান্ধব এবং ডিজিটাল ভূমি সেবা বাস্তবায়ন করতে সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) সরকারের ভূমি সেবা সহজীকরণে কাজ করে চলেছেন। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন ও মণিরামপুর কয়েক মাস সহকারী কমিশনার (ভূমি) না থাকায় ভূমি সংক্রান্ত কাজের বিপাকে পড়ে সাধারণ মানুষ। বিশেষ সূত্রে জানা যায় দীর্ঘ ৫ মাস ভূমি সংক্রান্ত কাজের সমস্যার সম্মুখীন হয়েছে উপজেলাবাসী।
এদিকে অতিরিক্ত দায়িত্বপালনকারী কর্মকর্তা হিসেবে মনিরামপুর ইউএন’র দাপ্তরিক কাজের শতব্যস্ততার মাঝে সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসে পর্যাপ্ত সময় দেয়া সম্ভব হয়নি বলে জানাযায়। ফলে জনগণ যথাসময়ে তাদের প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন। অথচ স্বচ্ছ, দক্ষ, সহজীকরণ, ডিজিটাল ভূমি ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা ভূমি মন্ত্রণালয়ের ভিশন। অবশেষে গত ১৩ আগষ্ট খোরশেদ আলম চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি) মণিরামপুরে যোগদান করায় আশার আলো দেখতে পান এই জনপদের ভুক্তভোগী জনসাধারণ। নবনিযুক্ত এসিল্যান্ড খোরশেদ আলম চৌধুরী যোগদান করেই উপজেলার প্রতিটি ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ডিজিটাল ভূমি সেবা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে অফিস পরির্দশন করেন। এসময় তিনি অফিসের কাজ মনিটরিং এবং বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিস উন্নয়নে কাজের সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারদের সাথে পরামর্শ করেন। পাশাপাশি অফিস পরিদর্শনের সময় দৃশ্যমান স্থানে সিটিজেন চার্টার স্থাপনসহ ভূমির সেবার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদানসহ সকাল ৯.০০ টায় ইউনিয়ন পর্যায় ভূমি অফিসে নিযুক্ত সকলকে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।
উপজেলার উল্লেখযোগ্য কয়েকটি বিষয়ে কথা বলার সময় নবনিযুক্ত এই এসিল্যান্ড খোরশেদ আলম চৌধুরীবলেন আমি মণিরামপুর যোগদান করেই ইতিমধ্যে আমি গত ১৯ আগষ্ট মনিরামপুর টু চুকনগর রোডে যাত্রীবাহী বাসে করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, মনিরামপুর এর মোবাইল কোর্ট পরিচালনা করি। মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায় যে, অধিকাংশ যাত্রীবাহী পরিবহন সামাজিক দূরত্ব বজায় না রেখে অতিরিক্ত যাত্রীবহন করছে। উপর্যুক্ত অপরাধের কারণে দণ্ডবিধি,১৮৬০ অনুযায়ী ০১ (এক)টি যাত্রীবাহী বাসকে ২০০(দুই শত) টাকা ও ০১( এক) টি ইজিবাইককে৫০(পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধ, সকল অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এবং খেদাপাড়া বাজারে অবৈধভাবে নির্মিত দোকানের কাজ বন্ধ করেছি। পাশাপাশি স্বচ্ছ, জবাবদিহিতাপূর্ণ ও হয়রানি মুক্ত ভূমি সেবা প্রদানসহ বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিস পরিদর্শনের সময় রেজিস্টার, রেকর্ডপত্র ও নথি অাপডেট করার জন্য বলেছি।
আরও বিশেষ সূত্রে ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানাযায়, তিনি পূর্বের স্টেশনে সুনামের সাথে কাজের জন্য অনেক জনপ্রিয় ছিলেন এবং তার দক্ষতা ও কাজের সুনামের স্বীকৃতিস্বরূপ মণিরামপুরের মতো বড় উপজেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। তার সাথে কথা বলে আরও জানাযায়,, তিনি দালাল, হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা প্রতিজ্ঞাবদ্ধ। ইতিমধ্যেই অনেক সাধারণ মানুষের সাথে কথা বলে জানাযায়,, এসি(ল্যান্ড)’র দরজা সকলের জন্য উন্মুক্ত, যেকেউ নির্দ্বিধায় ও নির্ভয়ে এসি(ল্যান্ড) এর সাথে আলাপ করে ভূমি যেকোন জটিল সমস্যার সমাধান নিচ্ছেন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2QuPwcw
Post Come trough : Nachole News | নাচোল নিউজ