রিপাবলিকান দলের আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্কআসন্ন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করতে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছে রিপাবলিকান দল। রিপাবলিকান দলের চার দিনের জাতীয় কনভেনশনের প্রথম দিনেই ডেলিগেটগণ ট্রাম্পকে মনোনীত করতে ভোট দেন।
রিপাবলিকান দলের প্রার্থী হতে ট্রাম্পের দরকার ছিল ১ হাজার ২৭৬ ডেলিগেট বা প্রতিনিধির সমর্থন। কিন্তু তিনি ২ হাজার ৬৪ ভোট পেয়ে মনোনয়ন নিশ্চিত করেন। এর পর পরই বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘এবারের নির্বাচন হবে ঐতিহাসিক।’
চার দিনের রিপাবলিকান দলের কনভেনশন শুরু হয় স্থানীয় সময় ২৪ আগস্ট সোমবার সকালে। আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণের মধ্য দিয়ে সমাপ্তি হবে এই কনভেনশন।
প্রসঙ্গত, গত সপ্তাহে অনুষ্ঠিত চার দিনব্যাপী ডেমোক্রেট দলের কনভেনশনে শেষে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেন জো বাইডেন। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের এই নির্বাচন।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://ift.tt/2QnIG8I
Post Come trough : PURBOPOSHCIMBD