আইসিইউতে সঞ্জয় দত্ত
পূর্বপশ্চিম ডেস্কবলিউড অভিনেতা সঞ্জয় দত্ত শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শনিবার বিকেলে হঠাৎ করেই শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন সঞ্জয় দত্ত। দ্রুত অক্সিজেনের মাত্রা কমতে থাকায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের একটি দল তার স্বাস্থ্যের অবস্থা খতিয়ে দেখছেন।
এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, সঞ্জয় করোনা আক্রান্ত হয়েছেন। তবে দায়িত্বরত চিকিৎসকরা এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। জানা যায়, হাসপাতালে ভর্তির পরই সঞ্জয়ের কোভিড-১৯ টেস্ট করা হয়। এর ফল নেগেটিভ এসেছে। তাকে নন কোভিড ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে তার বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে সঞ্জয় দত্ত লিখেছেন, ‘সবাইকে নিশ্চিত করছি, আমি ভালো আছি। আমি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছি এবং আমার কোভিড-১৯ রিপোর্টও নেগেটিভ। লিলাবতি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের সাহায্য ও যত্নে আগামী এক-দুই দিনের মধ্যে বাড়ি ফিরব। আপনাদের শুভকামনা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ।’
সঞ্জয় দত্তের পরবর্তী সিনেমা সড়ক টু। আগামী ২৮ আগস্ট ডিসনি-হটস্টারে মুক্তির পাবে এটি।
পূর্বপশ্চিমবিডি/এসএস
Post Written by :
Original Post URL : https://ift.tt/2PBvVXJ
Post Come trough : PURBOPOSHCIMBD