চট্টগ্রামে করোনা আক্রান্ত ছাড়াল ১৫ হাজার
সারাদেশ
চট্টগ্রাম প্রতিনিধিচট্টগ্রামে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৬৪ জনে।
শনিবার (৮ আগস্ট) রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের পাঁচটি ল্যাব মোট ৪১৮টি নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৩ জন নতুন করে শনাক্ত হয়েছেন। এ দিন নমুনা পরীক্ষা করা হয় ৪১৮টি।
নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬৫ জন এবং উপজেলায় ৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩ জন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/2XLvhLY
Post Come trough : PURBOPOSHCIMBD