ক্যারোলিয়ান হারিকেন‘ইসাইয়াস’র আঘাত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ক্যারোলিনার উত্তরে আঘাত হেনেছে হারিকেন ‘ইসাইয়াস’। ঘণ্টায় ৬৫ কিলোমিটার বাতাসের বেগে সামুদ্রিক ঝড়টি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উইলমিংটন উপকূল অতিক্রম করছে।
আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ক্যারোলিনার উত্তরে আঘাত হেনেছে হারিকেন ‘ইসাইয়াস’। ঘণ্টায় ৬৫ কিলোমিটার বাতাসের বেগে সামুদ্রিক ঝড়টি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উইলমিংটন উপকূল অতিক্রম করছে।
স্থানীয় সময় সোমবার (০৩ আগস্ট) রাত ১১টা ১০ মিনিট নাগাদ ক্যাটাগরি-১ হারিকেনের শক্তি নিয়ে ঝড়টি ক্যারোলিনায় আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার।
এর আগে ‘ইসাইয়াস’ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আঘাত হেনে শক্তি হারিয়ে মৌসুমি ঝড়ে রূপান্তরিত হয়। তবে আটলান্টিকে সৃষ্ট ঝড়টি কম সময়ের ব্যবধানে ফের শক্তি সঞ্চয় করে হারিকেনে রূপ নেয়।
এদিকে ঝড়ের প্রভাবে ক্যারোলিনার উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তর ক্যারোলিনার দক্ষিণে ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’ ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএনইচসি)। একইসঙ্গে ভারী বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরির হওয়ার কথাও বলেছে সংস্থাটি।
সর্বোচ্চ ৫ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়ে উপকূলের লোকজনকে নিরাপদে থাকতে বলেছে স্থানীয় কর্তৃপক্ষ।
হারিকেনের আঘাতে ডমিনিকান রিপাবলিক এবং পুয়ের্তো রিকোতে অন্তত দুইজনের মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সেখানে গাছপালা উল্টে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। বন্যায় ভূমিধসের ঘটনা ঘটেছে।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/39UYiJU
Post Come trough : PURBOPOSHCIMBD