ভারতে শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু ১০২৩
আন্তর্জাতিক ডেস্কপ্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩ জন মারা গেছেন। একই সময়ে রেকর্ড সর্বোচ্চ ৭৫ হাজার ৭৬০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৬০ হাজার ৪৭২ জন। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩ লাখ ১০ হাজার ২৩৪। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৫ লাখ ২৩ হাজার ৭৭১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬ হাজার ১৩ জন। সুস্থতার হার ৭৬ দশমিক ২৪ শতাংশ।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম ও গুজরাট।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৩ হাজার ৮৯ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৬ হাজার ৮৩৯ জন, কর্ণাটকে ৫ হাজার ৯১ জন এবং দিল্লিতে ৪ হাজার ৩৪৭ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/2FSh5KP
Post Come trough : PURBOPOSHCIMBD