চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
আজ রবিবার বেলা ১১টায় নাচোল বাসস্ট্যান্ড মোড়ে জাতীয় আদিবাসী পরিষদ নাচোল ও গোমস্তাপুর শাখার যৌথ আয়োজনে বিধান সিং এর সভাপতিত্বে এবং রাণী ইলামিত্র সংসদ নাচোল শাখার সহযোগিতায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসি পরিষদ জেলা শাখার সভাপতি বিচিত্রা তির্কী।
অন্যান্যের মাঝে আদিবাসীদের দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ নাচোল উপজেলা শাখার সভাপতি ও রাণী এলামিত্র সংসদ এর সভাপতি বিধান সিং, জাতীয় আদিবাসী পরিষদের জেলা সেক্রেটারী টুনু পাহান, গোমস্তাপুর উপজেলার বশরইল গ্রামের ভূমিহারা অলকা বর্মন ও চাঁপাইনবাবগঞ্জের আমনুরা এলাকার টংপাড়া গ্রামের কুটিলা রানী।
প্রায় দেড় শতাধিক আদিবাসী সম্প্রদায়ের নেতা-কর্মিরা তাদের আজকের পথসভায় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতরের আদিবাসীদের জন্য পৃথক একটি মন্ত্রনালয গঠন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন করা, খাস জমিতে বসবাসরত আদিবাসীদের দখলি শর্তে চিরস্থায়ী বন্দোবস্ত প্রদান, আদিবাসীদের উপর সকল প্রকার জুলুম, নির্যাতন, ভূমি থেকে উচ্ছেদসহ সকল অবিচার থেকে পরিত্রাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন।
বক্তরা আন্তর্জাতিক আদিবাসী দিবসের পথসভা শেষে নাচোল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আদিবাসীদের ৬দফা দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2DCUOQn
Post Come trough : Nachole News | নাচোল নিউজ