চীনের সঙ্গে আলোচনায় কাজ না হলে অস্ত্রের ভাষাতেই কথা হবে: বিপিন রাওয়াত
আন্তর্জাতিক ডেস্কপূর্ব লাদাখে সীমান্ত সঙ্কট কাটাতে গত প্রায় আড়াই মাস ধরে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত এবং চীন। কিন্তু এখনও পর্যন্ত তা পুরোপুরি ফলপ্রসূ হয়নি। দুই পক্ষই সামান্যতম স্বার্থেও ছাড় দিতে রাজি হচ্ছে না বলেই এই দীর্ঘসূত্রতা।
তবে ভারতের তিন বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আলোচনায় সমাধান না এলে শেষ পর্যন্ত অস্ত্রের ভাষাতেই কথা হবে। খবর হিন্দুস্তান টাইমসের।
রাওয়াত বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। চীনের কাছ থেকেও সে একই আগ্রহ দেখতে পাব বলে আশা করছি। কিন্তু সবরকম চেষ্টার পরও যদিও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর স্থিতাবস্থা ফিরে না আসে, তার জন্য বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হয়৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় আগের সে স্থিতাবস্থা ফিরেছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে।’
পূর্ব লাদাখে সীমান্ত সঙ্কট কাটাতে গত প্রায় আড়াই মাস ধরে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত এবং চীন। কিন্তু এখনও পর্যন্ত তা পুরোপুরি ফলপ্রসূ হয়নি। বৃহস্পতিবারও কূটনৈতিক স্তরে আরও এক দফা আলোচনা হয়েছে। তার পরে ভারতের বিদেশমন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, বর্তমানে দু'দেশের মধ্যে বিদ্যমান চুক্তিগুলো মেনেই দ্রুত সমস্ত বিবাদ দূর করতে চায় ভারত।
পূর্বপশ্চিমবিডিজেআর
Post Written by :
Original Post URL : https://ift.tt/3aXHliC
Post Come trough : PURBOPOSHCIMBD