বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক
তবে এত নিয়ম মেনে শেষ পর্যন্ত মাত্র ২৫ জন অতিথি উপস্থিত থাকতে পেরেছিলেন।
আন্তর্জাতিক ডেস্কমেয়ের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে আরব আমিরাতের একটি পরিবার। আমন্ত্রণপত্রে বলে দেয়া হয়েছে, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে হলে অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসতে হবে। দেশটির রাস আল-খাইমাহ নামক এলাকায় এমন ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে গালফ টুডে।
খবরে বলা হয়, বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কনের বাড়িতে। শুক্রবার রাতে ওই বিয়ে অনুষ্ঠিত হয়। অংশ নেয়া সবাইকে করোনা টেস্ট করতে হয়েছে এবং এর ফলাফল নেগেটিভ তা নিশ্চিত করেই তাদেরকে অনুষ্ঠানে যোগ দিতে দেয়া হয়েছে। পরিবারটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের 'বিচক্ষণ' শাসকের নির্দেশনা মেনেই অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন নিয়ম ঠিক করেছেন তারা।
এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করে, দেশের সবাইকে সরকারঘোষিত নির্দেশনাগুলোকে মেনে চলতে হবে। এরমধ্যে রয়েছে, সামাজিক যোগাযোগ রক্ষা, মাস্ক পরিধান, বড় সমাবেশ এরিয়ে চলা।
তবে এত নিয়ম মেনে শেষ পর্যন্ত মাত্র ২৫ জন অতিথি উপস্থিত থাকতে পেরেছিলেন। তবে উৎসবমুখর পরিবেশেই বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://ift.tt/30ZYQLF
Post Come trough : PURBOPOSHCIMBD