চট্টগ্রামে করোনায় আক্রান্তের চেয়ে সুস্থতা বেড়েছে
চট্টগ্রাম প্রতিনিধিচট্টগ্রামে গত দুইদিন ধরে কমেছে করোনা আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা। সেই সঙ্গে কমেছে নমুনা পরীক্ষার সংখ্যাও। বন্ধ রয়েছে তিন ল্যাবের নমুনা পরীক্ষা। তবে দিন দিন বাড়ছে সুস্থ হওয়া রোগীর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৪৫ জনে। এসময়ে সুস্থ হয়েছে ৫৮ জন করোনা রোগী। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে একজন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫২ জনে।
সোমবার (১৭ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, রোববার চট্টগ্রামের তিন ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ২৮ জন ও ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় নগরের ৭ জন ও উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৮ জন ও উপজেলা পর্যায়ের ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ৩ জন ও উপজেলা পর্যায়ের ৫ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু), বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ও শেভরণ ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্ট পায়নি সিভিল সার্জন অফিস।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮ জনের নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়েছে।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ৮ জনের মধ্যে বাঁশখালীর ১, বোয়ালখালীর ১, রাউজানের ৩, হাটহাজারীর ২ ও সীতাকুণ্ডের ১ জন বাসিন্দা আছেন।
এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১৫ হাজার ৮৪৫ জনের মধ্যে নগরের ১১ হাজার ১৮০ জন ও বিভিন্ন উপজেলার ৪ হাজার ৬৬৫ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ২৫২ জনের মধ্যে নগরের ১৭৪ জন ও উপজেলার ৭২ জন বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে সুস্থ হয়েছে মোট ৩ হাজার ৫৭৯ জন করোনা রোগী।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3aufINC
Post Come trough : PURBOPOSHCIMBD