পাঁচ মাস পর দ. কোরিয়ায় সর্বোচ্চ করোনা শনাক্ত
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কদক্ষিণ কোরিয়ায় নতুন করে উদ্বেগজনক হারে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটিতে রোববার (২৩ আগস্ট) করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৯৭ জন, যা ৭ মার্চের পর সর্বোচ্চ।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক খবরে এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, সব বড় শহর ও প্রদেশেই আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।
কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি) বলছে, নতুন আক্রান্তদের মধ্যে ৩৮৭ জন স্থানীয়ভাবে সংক্রমিত। তাদের মধ্যে ২৯৭ জন সিউলের এবং আশপাশের এলাকার।
নতুন আক্রান্তদের বেশিরভাগেরই উত্তর সিউলের একটি চার্চের সঙ্গে যোগসূত্র রয়েছে। রাজধানীর সারাং-জেইল নামের ওই চার্চে প্রচুর জনসমাগম হয়েছিল গত সপ্তাহে। সংক্রমণ ঊর্ধ্বগামী হওয়ায় সারা দেশে করোনার বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯৯ জন। নতুন করে কারও মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ৩০৯ জনের।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2Yt4UuB
Post Come trough : PURBOPOSHCIMBD