চট্টগ্রামে আরও ১১৮ জনের করোনা শনাক্ত
চট্টগ্রাম সংবাদদাতাচট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬৯২টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৩৪১জন।
সোমবার (১০ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৯টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ২৭ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১০ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষা করে ৩০জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।
এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯১টি নমুনা পরীক্ষা করে ১৭ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৬টি নমুনা পরীক্ষা করে ২৭ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০টি নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১১৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৬৯২টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮৭জন এবং উপজেলায় ৩১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ জন এবং সুস্থ হয়েছেন ৪৯ জন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2Ckzjn0
Post Come trough : PURBOPOSHCIMBD