এবার পর্যটকদের জন্য খুলছে খাগড়াছড়ি
খাগড়াছড়ির জেলা প্রসাশন পর্যটন কেন্দ্রগুলোর জন্য মাস্ক পরিধানসহ ছয়টি শর্ত বাধ্যতামূলক করেছে
সারাদেশ
খাগড়াছড়ি প্রতিনিধিকক্সবাজার-রাঙ্গামাটি-বান্দরবানসহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র ইতোমধ্যেই খুলে দেওয়া হয়েছে। এবার পর্যটকদের জন্য খুলছে খাগড়াছড়ি। তবে তা শর্তসাপেক্ষে ও সীমিত পরিসরে।
খাগড়াছড়ির জেলা প্রসাশন পর্যটন কেন্দ্রগুলোর জন্য মাস্ক পরিধানসহ ছয়টি শর্ত বাধ্যতামূলক করেছে, যা দর্শনার্থীদের অবশ্যই মেনে চলতে হবে।
দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর রোববার (২৩ আগস্ট) করোনাভাইরাস বিষয়ক জেলা কমিটির সভা শেষে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, ২৮ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি সংক্রান্ত ছয় শর্ত মেনে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক, রিসাং ঝর্ণা, আলুটিলা পর্যটন কেন্দ্র ও মায়াবিনী লেক সীমিত পরিসরে খুলে দেয়া হবে।
শর্তের মধ্যে পর্যটনকেন্দ্রে প্রবেশের আগে মাস্ক পরিধান, স্যানিটাইজার/সাবান দিয়ে হাত জীবাণুমুক্ত করা, অসুস্থ অবস্থায় পর্যটন কেন্দ্রে প্রবেশ না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য মন্ত্রণালয় ও পর্যটন কর্পোরেশনের স্বাস্থ্যবিধি মেনে চলা অন্যতম।
করোনাভাইরাসের কারণে গত দুই দশকে গড়ে ওঠা খাগড়াছড়ির পর্যটন খাত সবচেয়ে কঠিন সময় পার করছে। পর্যটকশূন্য হওয়ায় টানা আর্থিক ক্ষতির মুখে এই খাত। এমন পরিস্থিতিতে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জেলার পর্যটন সংশ্লিষ্টরা। তারা মনে করেন এমন সিদ্ধান্তের মাধ্যমে প্রাণ ফিরে পাবে পাহাড়ের পর্যটন শিল্প। আর ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৮ মার্চ থেকে সারাদেশের মতো খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। একই সময় থেকে রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রও বন্ধ রয়েছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে পাহাড়ের লাভজনক পর্যটন খাত।
আরো পড়ুন:
বিশ্বে করোনায় মৃত্যু আট লাখ ১১ হাজারের বেশি
আজ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে
ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ হামলার রায় আজ
করোনার চিকিৎসায় প্লাজমার অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/34t63Go
Post Come trough : PURBOPOSHCIMBD