ভারতে একদিনে মৃত্যু ৮৬১, শনাক্ত ৬৪ হাজার ৩৯৯
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কভারতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে ৮৬১ জন মারা গেছেন। একই সময়ে রেকর্ড সর্বোচ্চ ৬৪ হাজার ৩৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৩ হাজার ৩৭৯ জন। শনাক্ত রোগীর সংখ্যা ২১ লাখ ৫৩ হাজার ১০ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮০ হাজার ৮৮৪ জন। সুস্থতার হার ৬৮ দশমিক ৩২ শতাংশ।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, বিহার ও গুজরাট।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ১৭ হাজার ৩৬৭ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৪ হাজার ৮০৮ জন এবং দিল্লিতে ৪ হাজার ৯৮ জন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/33GA9FR
Post Come trough : PURBOPOSHCIMBD