শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু
মুন্সীগঞ্জ সংবাদদাতাশিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ভাঙন ও দুর্ঘটনা এড়াতে প্রায় ১০ ঘণ্টা বন্ধ রাখা হয় ফেরি চলাচল। শনিবার (৮ আগস্ট) সকাল ৬টা থেকে এই নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনা এড়াতে গত এক মাস যাবৎ এ নৌরুটে রাতে ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। স্রোতের কারণে ফেরি নির্দিষ্ট নৌরুট থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এই নৌরুটে সকল ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।
শনিবার সকালে নদীর পরিস্থিতি শান্ত হয়ে কিছুটা নিয়ন্ত্রণে এলে ৭ ফেরি, ৮৭ লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোটসহ সকল নৌযান চলাচল শুরু হয়। তবে ঘাট এলাকায় যানবাহনের তেমন ভিড় নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়ছে।
এছাড়া, শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় অর্ধ শতাধিক যানবাহন রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/30C89kD
Post Come trough : PURBOPOSHCIMBD