আনিসুল হকের 'হৃদিতা' হচ্ছেন পূজা, সঙ্গে এবিএম সুমন
বিনোদন ডেস্কজনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হকের রোম্যান্টিক উপন্যাস 'হৃদিতা' অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছেন ইস্পাহানী আরিফ জাহান। রোম্যান্টিক ধারার এ সিনেমায় অভিনয় করবেন ঢালিউড সেনসেশন পূজা চেরি ও 'ঢাকা অ্যাটাক' খ্যাত এবিএম সুমন।
উপন্যাস থেকে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির 'চলচ্চিত্ররূপ' দিয়েছেন মেধাবী লেখক এনামুল হক। চিত্রনাট্য করেছেন ইস্পাহানী আরিফ জাহান। ইস্পাহানী জানান, সিনেমার টাইটেল কার্ডে 'চলচ্চিত্ররূপ' শব্দটি এই প্রথম ব্যবহার হতে যাচ্ছে।
এনামুল হক বলেন, বিষয়টি ইতিবাচক। 'নাট্যরূপ'-এর মতো 'চলচ্চিত্ররূপ' শব্দটিও একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। 'চলচ্চিত্ররূপ' বিশেষণটি বেছে নেয়ার কারণ সম্পর্কে এনামুল বলেন, উপন্যাস থেকে সিনেমার জন্য আমি যা লিখেছি পরিচালক তা পরিমার্জন ও সংক্ষেপণ করেছেন। শট বিভাজনও পরিচালকের করা। ফলে 'চলচ্চিত্ররূপ' শব্দটিই আমার কাজের স্বীকৃতি হিসেবে যথাযোগ্য বলে বিবেচিত হয়েছে।
জানা যায়, 'হৃদিতা' অবলম্বনে গত বছরের শুরুতে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন ইস্পাহানী আরিফ জাহান। এসময় উপন্যাস থেকে 'চলচ্চিত্ররূপ' করার দায়িত্ব নেন এনামুল হক। ২০১৯-২০ অর্থবছরে হৃদিতা সরকারি অনুদান পায়। কিন্তু তথ্য মন্ত্রণালয়ে দেয়া নথিপত্রে দেখা যায়- হৃদিতার কাহিনী ও সংলাপ আনিসুল হকের, চিত্রনাট্য ও পরিচালনা ইস্পাহানী আরিফ জাহানের, এনামুল হকের ভাগে 'শূন্য'।
বঞ্চিত এনামুল এ ঘটনায় বেশ মর্মাহত হন। বিষয়টি গণমাধ্যমের নজরে আসে। এনামুল আদালতের শরণাপন্ন হতে পারেন বলে জোর গুঞ্জন ওঠে। এতে হৃদিতার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটার সম্ভাবনা দেখা দেয়। ফলে লেখক ও পরিচালকদ্বয়ের মধ্যে আলোচনার আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।
সোমবার (১৭ আগষ্ট) বেলা ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে মুশফিকুর রহমান গুলজারের সভাপতিত্বে লেখক ও পরিচালকের মধ্যে আলাপ-আলোচনা হয়। বৈঠকে 'হৃদিতা' চলচ্চিত্রের ক্রেডিট লাইনে এনামুল হকের নামের পাশে 'চলচ্চিত্ররূপ' লেখাই যথোপযুক্ত বলে সিদ্ধান্তে আসেন সকলে। সভায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, গুণী নির্মাতা শাহ আলম কিরণ, আব্দুস সামাদ খোকন সহ বেশ কজন গুণী পরিচালক উপস্থিত ছিলেন। সভা শেষে লেখক ও পরিচালক যুগল হাসিমুখে ফটোসেশনে অংশ নেন।
প্রসঙ্গত, নব্বইয়ের দশকের প্রেম-বিরহ নিয়েই 'হৃদিতা'র গল্প। সিনেমায় হৃদিতা চরিত্রে পূজা এবং কবির চরিত্রে এবিএম সুমন ইতোমধ্যে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অক্টোবর থেকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানালেন পরিচালক ইস্পাহানী।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3gbt4j1
Post Come trough : PURBOPOSHCIMBD