ফেনীতে করোনা আক্রান্ত ১৪শ ছাড়াল
ফেনী প্রতিনিধিফেনীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪শ ছাড়িয়েছে। প্রায় চার মাসে এত রোগী শনাক্ত হওয়ায় জেলাবাসীর মনে উদ্বেগ বিরাজ করছে। রোববার (৯ আগস্ট) জেলায় ১৫ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন এ তথ্য জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭০টি নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, দাগনভুঞায় ৪ জন, ছাগলনাইয়ায় ৪ জন, সোনাগাজীতে ১ জন, পরশুরামে ১ জন। জেলায় পর্যন্ত কোভিড রোগী শনাক্ত হয় ১ হাজার ৪শ ১৫ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, রোববার পর্যন্ত ৭ হাজার ৩শ ৭৯ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৭ হাজার ২শ ৫৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৯৭৬ জন সুস্থ হয়েছেন। ২৫ জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
সূত্র আরও জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় ১৫৫ জন রোগী টেলিমেডিসিন সেবা নিয়েছেন। এ পর্যন্ত জেলায় ৩৯ হাজার ৬১২ জন রোগী টেলিমেডিসিন সেবা গ্রাহক করেছেন।
গত ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম এক যুবক কোভিড-১৯ আক্রান্ত হন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2PFuk3i
Post Come trough : PURBOPOSHCIMBD