করোনায় মুন্সীগঞ্জের টিএসআই মাজেদুলের মৃত্যু
মুন্সীগঞ্জ সদর ফাঁড়ির টিএসআই মাজেদুল হক (৫৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
সারাদেশ
মুন্সীগঞ্জ সংবাদদাতামুন্সীগঞ্জ সদর ফাঁড়ির টিএসআই মাজেদুল হক (৫৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ২৪ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন মাজেদুল হক। শারীরিক অবস্থার অবনতি হলে মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেনের নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। একই দিনে তার কোভিড ১৯ টেস্টের ফল পজিটিভ আসে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন।
মাজেদুল হক ১৯৮০ সালে পুলিশ কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ৪০ বছর তিনি নিষ্ঠার সাথে বাংলাদেশ পুলিশে কাজ করে গেছেন। তিনি কুমিল্লার লাকসাম থানার অতিশপাড়া ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামের মৃত শামছুল আলমের পুত্র। করোনাকালীন সময়েও তিনি তার কর্তব্যে ছিলেন অবিচল।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন তার পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/39V5bef
Post Come trough : PURBOPOSHCIMBD