চাঁপাইনবাবগঞ্জে করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জে শনিবার (১ আগস্ট) ঈদের দিন সন্ধ্যায় আসা ১৮৮টি নমুনার ফলাফলে নতুন করে ৩৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত শনাক্ত হলেন ৪৮৭ জন। নতুন শনাক্তদের মধ্যে সদরের ২২ জন, শিবগঞ্জের ১২ জন ও গোমস্তাপুর উপজেলার ৫ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকার।
সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৯ জুলাই সংগৃহীত নমুনার ফলাফলে নতুন ৩৯ জন শনাক্ত হন।
এদিকে জেলা প্রশাসন সূত্র জানায়, সদর ইউএনও কয়েকদিন থেকেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তিনি সুস্থ আছেন ও বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন আরও জানান, জেলায় এ পর্যন্ত ৪৮৭ জন শনাক্তের মধ্যে সদরের ২৪৯, শিবগঞ্জের ১১৬, গোমস্তাপুরের ৫৩, নাচোলের ৩৯ ও ভোলাহাটের ৩০ জন রয়েছেন। এদের মধ্যে এ পর্যন্ত ৭ জন মৃত্যুবরণ করেছেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসাপাতালের করোনা ওয়ার্ডে শনিবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আলী (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি জেলার সীমানায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা চৌহদ্দীটোলা গ্রামের মৃত সলেমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জানান, সৈয়দ আলী গত শুক্রবার (৩১ জুলাই) হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/317mjJG
Post Come trough : PURBOPOSHCIMBD