আজও কি আরেকটি অঘটন ঘটাবে বায়ার্ন?
স্পোর্টস ডেস্কচ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ এবং লিওঁ। বুধবার (১৯ আগস্ট) রাত ১টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে সনি টেন ওয়ান ও টেন টু।
কোয়ার্টার ফাইনালে যেভাবে বার্সেলোনাকে পুরোপুরি বিধ্বস্ত করে ছেড়ে দিয়েছে বায়ার্ন। গুনে গুনে ৮টি গোল দিল। আজ লিওঁর বিপক্ষে কি করবে ভাবারিয়ানরা।
আজও কি সেই গোলের বন্যা বইয়ে দেবে তারা? থমাস মুলার, ইভান পেরেসিক, লেওয়ানডস্কি কিংবা কৌতিনহোরা যেভাবে বার্সার বিপক্ষে গোলের জন্য ভুভুক্ষ ছিলেন, আজও কি তেমন থাকবেন? তাহলে তো আরও একটি গোলবন্যার ম্যাচ দেখতে পাবে ফুটবলপ্রেমীরা। নাকি লিওঁর চমক অব্যাহত থাকবে আজও। ফরাসি ক্লাবটি কিন্তু এরই মধ্যে জায়ান্ট কিলার নাম পেয়ে গেছে।
দ্বিতীয় রাউন্ডে তারা বিদায় করে দিয়েছে রোনালদোর ক্লাব জুভেন্টাসকে। ফিরতি লেগে রোনালদোর জোড়া গোলও ঠেকাতে পারেনি পিএসজির বিদায়।
সেমিফাইনালে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ছিল স্পষ্ট ফেবারিট। কিন্তু সেই ফেবারিট ক্লাবটি কিন্তু নাকানি-চুবানি খেলো লিওঁর কাছে। ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে সেমিতে নাম লিখলো অলিম্পিক লিওঁ।
কোচ রুডি গার্সিয়া এবং তার দলের ফুটবলাররা এখনও পর্যন্ত দুর্দান্ত টিম স্পিরিট দেখিয়ে উঠে এলে সেমিতে। একই স্পিরিট দেখাতে পারলে ফাইনালও অসম্ভব কিছু নয় তাদের জন্য।
আজ যদি সেই ধারা অব্যাহত থাকে, তাহলে আরও একটি অঘটন দেখবে ফুটবল বিশ্ব এবং সবচেয়ে মজার বিষয় হবে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে অল ফ্রেঞ্চ। পিএসজি বনাম লিওঁ। মনে হবে যেন লিগ ওয়ানেরই একটি ম্যাচ।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/3h9hPcg
Post Come trough : PURBOPOSHCIMBD