সরকারি অনুদানে নির্মিতব্য “আশীর্বাদ” ছবির প্রধান নারী চরিত্র সুবর্ণার জন্যে অবশেষে মাহিয়া মাহিকে চুক্তিবদ্ধ করলেন প্রযোজক জেনিফার ফেরদৌস। ১৯ আগস্ট রাতে তার বনানীর বাসায় ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের উপস্থিতিতে মাহিকে চুক্তিবদ্ধ করা হয়। একই সঙ্গে তার নায়ক চরিত্রের জন্যে রোশানকে চুক্তিবদ্ধ করানো হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ছবির প্রযোজক জেনিফার ফেরদৌস, পরিচালক মানিক এবং নায়িকা মাহি নিশ্চিত করেছেন।
জানা যায়, এর আগে ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিতব্য ‘আশীর্বাদ’ ছবির সুবর্ণা চরিত্রে গেলো ১৬ আগস্ট ঢালিউডের আরেক জনপ্রিয় তারকা অপু বিশ্বাসকে চুক্তিবদ্ধ করান প্রযোজক জেনিফার ফেরদৌস। কিন্তু অপেশাদারী আচরণের অভিযোগ তুলে পরের দিনই অপুকে বাদ দেওয়া হয়। যদিও অপু বলেছেন, তিনি “আশীর্বাদ” ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। যাই মাত্র দুইদিনের মধ্যেই ছবির নায়িকা রদবদল করলেন প্রযোজক ও পরিচালক। জানা গেছে, এই ছবি মধ্য দিয়েই প্রথমবারের মতো জুটি বাঁধছেন মাহিয়া মাহি ও রোশান।
জানা যায়, ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম ‘আশীর্বাদ’। এই ছবিটি প্রযোজনার পাশাপাশি জেনিফার ফেরদৌস ছবির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন। সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। “আশীর্বাদ” পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া তরুণ নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
আশীর্বাদ ছবিতে যুক্ত হলেন মাহিয়া মাহি ও রোশানএই ছবিতে মাহিকে চূড়ান্ত করা প্রসঙ্গে প্রযোজক জেনিফার ফেরদৌস বলেন, সরকারি অনুদান পাওয়ার পর থেকেই আশীর্বাদ ছবির প্রধান নারী চরিত্র সুবর্ণার জন্য নায়িকা খুঁজছিলাম। এমন কাউকে চাচ্ছিলাম যে এই চরিত্রের জন্য পারফেক্ট হবে। শেষ পর্যন্ত এই চরিত্রে মাহিয়া মাহিকে আমরা চুক্তিবদ্ধ করেছি। আশা করছি মাহির সঙ্গে আমাদের কাজের দারুণ অভিজ্ঞতা হবে। ছবিতে মাহির বিপরীতে রোশানকে চূড়ান্ত করেছি, দর্শকরা প্রথমবার পর্দায় একসাথে রোশান – মাহি জুটিকে দেখতে পাবে। দর্শকদের প্রথমবার পর্দায় তাদের রসায়ন দেখানোর জন্য তাদেরকে একসাথে নিয়ে আসছি। আশা করি দর্শকরা এই জুটিকে সাদরে গ্রহণ করবেন।
সুবর্ণা চরিত্রে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির সুবর্ণা চরিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর চরিত্র। মুক্তিযুদ্ধের আগের উত্তাল রাজনীতি এবং মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। এমন চরিত্রে অভিনয় করাটা আমার জন্যে নতুন অভিজ্ঞতা হবে। আমি তাই জেনিফার আপু এবং মানিক ভাইকে ধন্যবাদ দিতে চাই, তারা আমাকে সুবর্ণা চরিত্রের জন্য আমার ওপর আস্থা রেখেছেন।
ছবির নায়ক রোশান বলেন, এই ছবির মাধ্যমে আমি আর মাহি জুটিবদ্ধ হয়ে পর্দায় আসবো। আমার বিশ্বাস – দর্শকরা আমাদের দুজনের পর্দা উপস্থিতি দারুনভাবে উপভোগ করবেন। এমন একটি সুযোগ দেওয়ায় জেনিফার আপুর প্রতি আমার কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই মাহি এবং মানিক ভাইকেও।
আশীর্বাদ ছবিতে যুক্ত হলেন মাহিয়া মাহি ও রোশানপরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, আমরা এখন পর্যন্ত নায়ক ও নায়িকা চূড়ান্ত করেছি। বাকি অভিনয়শিল্পীদের নাম খুব শীঘ্রি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
জানা গেছে, বর্তমানে “আশীর্বাদ” ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী মাসের প্রথম সপ্তাহেই এর শুটিং শুরু হবে বলে প্রযোজক জেনিফার ফেরদৌস জানিয়েছেন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/34kEvCM
Post Come trough : Nachole News | নাচোল নিউজ