করোনায় কোমলমতি শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের করণীয়
এইচ এম জসীম উদ্দীনকরোনাভাইরাস নামক এক অদৃশ্য অনুজীব গোটা বিশ্বকে তছনছ করে দিয়েছে। জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। তবুও মানুষ জীবিকার তাগিদে আস্তে আস্তে সব কর্মকান্ডই শুরু করছে। কিন্ত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দেশে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন বাড়িতে অবস্থানকালীন শিক্ষার্থীদের মেধা ও মননে যাতে বিরূপ প্রভাব না পড়ে তার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে।
১) ছেলেমেয়েদের যথাসম্ভব পড়াশোনার সাথে রাখুন। সেক্ষেত্রে আনন্দ প্রদান অথবা বিভিন্ন কৌশল অবলম্বন করা যেতে পারে। যে কোন শিক্ষাই চর্চা না থাকলে ভুলে যাওয়া স্বাভাবিক। আমাদের মনে রাখতে হবে 'অনাভ্যাসে বিদ্যাহ্রাস'
২) সৃষ্টিশীল কাজের সাথে রাখুন যেমন ছবি আঁকা, গান করা, আবৃতি করা ইত্যাদির সাথে যুক্ত রাখুন।
৩) আপনার সন্তান আপনার সবচেয়ে মূল্যবান জিনিষ। যথেষ্ট নিরাপদে রাখুন। বিশেষ করে পরিচ্ছন্নতার দিকে যথেষ্ট গুরুত্ব দিন।
৪) একান্নবর্তী পরিবার হলে, পরিবারের সকলের সাথে শিশুকে মিশতে দিন। দাদা/দাদী, চাচা/চাচীর সাথে তার সময়গুলো আনন্দে কাটবে।
৫) ইলেকট্রনিক্স ডিভাইস থেকে শিশুদের যথাসম্ভব দূরে রাখুন। বিলগেটস তার সন্তানকে ১৮ বছর বয়সে স্মার্টফোন দিয়েছেন। আপনি আমি যদি বিলগেটস এর চেয়ে ধনী কিংবা প্রযুক্তিসচেতন না হন, তবে বিলগেটস এর সিদ্ধান্তে আমাদের সন্মান দেখানো উচিৎ।
৬) নিরাপত্তা বজায় রেখে শিশুদের একটু ঘোরাঘুরির ব্যবস্থা করা যেতে পারে। গ্রাম হলে খোলামাঠে, শহর হলে বাসার ছাদে ।
৭) করোনার অতি কড়াকড়ি যেন আবার সমস্যার কারণ হয়ে না দাঁড়ায়। শিশুর মনে যেন বিরূপ প্রভাব না পড়ে।
৮) শিশুদের বিভিন্ন প্রশ্নের জবাব দিন। তাকে ধমক দিবেন না। তার কৌতুহল মেটানোর জন্য তাকে প্রশ্ন করতে দিন এবং তার প্রশ্নের উত্তর দিন, যাতে সে তৃপ্ত হয়।
৯) সহসাই বিপদ কেটে যাবে, তারা স্কুলে ফিরতে পারবে, আবার আনন্দ, ফুর্তি, খেলাধুলা করতে পারবে এমন অভয় দিয়ে তাদের মনোবল চাঙ্গা রাখুন।
১০) সর্বোপরি আপনার সন্তানের এই বাসায় অবস্থানকালীন তাকে বেশি বেশি সময় দিন। তার সাথে একান্তভাবে মেলা মেশা করুন।
পরিশেষে মহান স্রষ্টার কাছে প্রার্থনা, শীঘ্রই এ মহামারি কেটে যাক। আমাদের শিক্ষার্থীরা যেন ফিরতে পারে প্রাণের ক্যাম্পাসে। তারা মনের আনন্দে হাসবে, খেলবে, গাইবে, শিখবে এই প্রত্যাশা। এইচ এম জসীম উদ্দীন প্রধান শিক্ষক আছমত আলী খান ( এ. কে) ইন্সটিটিউশন, বরিশাল
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3hnxxRn
Post Come trough : PURBOPOSHCIMBD