যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু কমেছে
সবশেষ চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে। এই সময়ে দেশটিতে কোভিড-১৯ রোগী পাওয়া গেছে সাড়ে ৪৭ হাজার। আর মৃত্যুর সংখ্যা নেমে এসেছে পাঁচশোর ঘরে।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কসবশেষ চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে। এই সময়ে দেশটিতে কোভিড-১৯ রোগী পাওয়া গেছে সাড়ে ৪৭ হাজার। আর মৃত্যুর সংখ্যা নেমে এসেছে পাঁচশোর ঘরে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত সাড়ে আটটা, বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৬টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ পাওয়া গেছে ৪৭ হাজার ৫০৮ জনের শরীরে। আক্রান্তের এই সংখ্যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে কম।
চব্বিশ ঘণ্টার আগের পাঁচ দিন ৬০ হাজারের বেশি আক্রান্ত দেখেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। এদিকে নতুন শনাক্তদের নিয়ে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখ ৬৫ হাজার।
সবশেষ একদিনে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৫১৫ জনের, যা গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে কম মৃত্যু। নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩৪ জন। আক্রান্ত-মৃত্যুর তালিকায় বহু আগে থেকেই শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটছে ফ্লোরিডায়। প্রায় প্রতিদিনই আক্রান্ত-মৃত্যুতে নতুন রেকর্ড গড়ছে দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশটি।
আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের উপাত্ত অনুযায়ী, বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮২ লাখ ছাড়িয়েছে, এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৯২ হাজার মানুষের। সুস্থ হয়েছেন ১ কোটি ১৪ লাখ মানুষ।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/33kvHwo
Post Come trough : PURBOPOSHCIMBD