জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩০ সালের ৮ আগস্ট দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার হত্যাকারীদের হাতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নির্মমভাবে নিহত হন শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব জন্মদিন উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যবিধি মেনে সকালে তার কবরে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।
সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/30DmCgp
Post Come trough : Nachole News | নাচোল নিউজ