কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা করোনা আক্রান্ত
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা আক্রান্ত হওয়ার দিনই আরেক বিজেপি নেতা তথা কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা করোনা আক্রান্ত হয়েছেন। ইয়েদুরাপ্পা নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে টুইট করেছেন।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা আক্রান্ত হওয়ার দিনই আরেক বিজেপি নেতা তথা কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা করোনা আক্রান্ত হয়েছেন।
ইয়েদুরাপ্পা নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে টুইট করেছেন।
এই সময় জানায়, রোববার (২ আগস্ট) দুপুরে করোনা আক্রান্ত হন বিজেপি সভাপতি অমিত শাহ। হাসপাতালে ভর্তি আছেন তিনি। এরপর রাতে করোনা আক্রান্ত হওয়ার খবর আসে কর্নাটকের মুখ্যমন্ত্রীর।
ইয়েদুরাপ্পা লেখেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি ভালো আছি। তবে, ডাক্তারের পরামর্শে সাবধানতা হিসেবে হাসপাতালে ভর্তি হচ্ছি। আমি অনুরোধ করছি, সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছেন, তারা সবাই সেলফ কোয়ারানটিনে যান।
এদিকে বিকেলের দিকে খবর আসে, উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিংও আক্রান্ত হয়েছেন করোনায়।
অন্যদিকে রোববারই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের মন্ত্রী কমলা রানি বরুণের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/33lxJMQ
Post Come trough : PURBOPOSHCIMBD