২৩ আগস্ট ২০২০ তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী পরিচালক জনাব মোঃ জহিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করেন।
বেশ কিছুদিন যাবত অভিযোগ পাওয়া যাচ্ছিলো যে, সোনার মোড়ে একটি প্রতিষ্ঠান মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ১০০ টাকার সদস্যকার্ড দিয়ে নিম্নমানের নকল পণ্য বিক্রি করছে।
আজ উক্ত প্রতিষ্ঠানে অভিযানে গিয়ে দেখা যায় নয়ন ইলেকট্রনিকস নামক প্রতিষ্ঠানটির কোনো অনুমোদন নেই যদিও সদস্যকার্ডের উপর রেজিস্ট্রেশন নাম্বার লিখে রেখেছে। হেড অফিসের ঠিকানা দেয়া আছে মিডফোর্ট কিন্তু আদতে তাদের কোনো অফিসই নেই।
যেকোনো ব্যবসা পরিচালনা করার জন্যই অন্তত একটা ট্রেড লাইসেন্স থাকা প্রয়োজন, সেই ট্রেড লাইসেন্স পর্যন্ত এদের নেই। ১০০ টাকা দিয়ে একটা কার্ড নিতে হয় যেখানে স্ক্র্যাচ করা যায়। আর স্ক্র্যাচ করার পর অপশনে থাকা পণ্য ১৫০০ টাকা দিয়ে ক্রয় করতে হবে। আর যে পণ্যগুলো দেয়া হয় সেগুলোর সবই নিম্নমানের ও নকল পণ্য। এছাড়াও কার্ডে লেখা আছে যে, প্রতি ১০০০ কার্ডে তিনটি ফ্রিজ দেয়া হবে। কিন্তু এই প্রতিষ্ঠান কতটি কার্ড বিক্রি করেছে সেটার কোনো হিসেব নেই। নেই কারা তাদের সদস্য তার কোনো হিসেব।
এতে করে বোঝা যায় যে, তাদের কোনো বৈধতা নেই এবং মিথ্যা বিজ্ঞাপন দিয়ে সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করছে।
উক্ত অপরাধের জন্য অবৈধ প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্তাদেরকেও আরো অনেক সচেতন হতে হবে। চটকদার বিজ্ঞাপন দেখে ফাঁদে পা দেয়া যাবে না।
জনস্বার্থে এ তদারকি মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/2Yuzu6X
Post Come trough : Nachole News | নাচোল নিউজ