চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
‘মাননীয় প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় দুর্নীতিবাজদের কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। কোভিড-১৯ বা বন্যা যে কোনো ত্রাণ কার্যক্রমে দুর্নীতি সংক্রান্ত সুনির্দ্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের প্রধান উদ্দেশ্য সাধারণ মানুষের কল্যাণে কাজ করা।’ পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত কোভিড-১৯ ব্যবস্থাপনা পর্যবেক্ষক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় চাটমোহর উপজেলা নতুন মিলনায়তনে ‘কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা, বন্যা, চলমান ত্রাণ কার্যক্রম, আইন-শৃংখলা পর্যবেক্ষণ’ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপর্যুক্ত কথা গুলো বলেন।
দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারি সরকারি কর্মকর্তা, পুলিশ বাহিনী’র সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মিডিয়া কর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষতায় বাংলাদেশে এখনও কোভিড-১৯ পরিস্থিতি মহামারিরূপ ধারণ করতে পারেনি। বাঙ্গালি বীরের জাতি, যতই মহা-দূর্যোগ আসুক না কেন, তারা সাহসিকতার সাথে সে সকল দূর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের মধ্যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল-এ রূপান্তরিত হয়েছে। দেশের উন্নয়নে রাজনৈতিক ভেদাভেদ ভুলে একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করা প্রয়োজন।’
পাবনা’র জেলা প্রশাসক মো: কবীর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা’র সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল।
স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, চাটমোহর পৌরসভা’র মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ওমর ফারুক বুলবুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন। সভাটি সঞ্চালনা করেন ইউআরসি’র সহকারি ইন্সট্রাক্টর কল্যাণ কুমার সরকার।
মতবিনিময় সভায় বক্তাগণ বলেন, চাটমোহর উপজেলায় কোভিড-১৯ নিয়ে ভয়াবহ পরিস্থিতি নেই। কোভিড-১৯ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। যারা আক্রান্ত হয়ে ছিলেন তাদের মধ্যে ১ জন ছাড়া সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন। এ উপজেলায় সরকারি, বে-সরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ কার্যক্রম সন্তোষজনক। এ উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতিও সন্তোষজনক পর্যায়ে রয়েছে।
এছাড়াও বক্তাগণ রেলপথ সচিব মো: সেলিম রেজা সমীপে চাটমোহর রেলস্টেশনে যাত্রীসেবা’র মানোন্নয়নে সু-পরিসর গণ-শৌচাগার, সুপেয় পানিয় জল ব্যবস্থাপনা, রাতে যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধিতে রেলওয়ে থানা স্থাপন করা, যাত্রীদের জন্য এসি/ননএসি ওয়েটিং রুম গুলো উন্মুক্ত রাখা, স্টেশনের উত্তর পাশে আরও একটি প্লাটফর্ম নির্মাণ এবং যাত্রী নিরাপত্তা বিবেচনায় স্টেশনের মরা গাছ গুলো সরিয়ে দাবী জানান।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি রেলপথ সচিব মো: সেলিম রেজা’র হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার এবং জেলা প্রশাসক মো: কবীর মাহমুদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান। পরিশেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্ত্বরে ঔষধি বৃক্ষরোপন করেন।
স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইকতেখারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইসাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, উপজেলা প্রকৌশলী মো: রাজু আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ. এ. মাসুম বিল্লাহ্, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মগরেব আলী, উপজেলা শিক্ষা অফিসার মো: আশরাফুল ইসলাম, পাবনা পবিস-১ এর এজিএম (এমএস) মো: রেজাউল করিম, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক , চ্যানেল ২৪-এর পাবনা প্রতিনিধি শাহীন রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি পবিত্র তালুকদার, সাংবাদিক তুষার ভট্টাচার্য্য সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3aV9VkJ
Post Come trough : Nachole News | নাচোল নিউজ