পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৪শ ট্রাক
সারাদেশ
মানিকগঞ্জ সংবাদদাতাপদ্মার তীব্র সোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে বাস ও ছোট গাড়ি পারাপার হলেও পণ্যবাহী ট্রাক পারাপারে ভোগান্তি বেড়েছে। ঘাট এলাকায় বাস ও ছোট গাড়ির চাপ না থাকলেও ট্রাক টার্মিনালে আড়াইশ ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।
এদিকে, উথুলী সংযোগ সড়ক থেকে শিবালয় থানা সড়কের দিকে দেড়শ ট্রাক ঘাট এলাকায় প্রবেশের জন্য অপেক্ষা করছে। সব মিলিয়ে প্রায় ঘাটে প্রায় চারশ ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনকরপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত (ওসি) ফিরোজ কবির জানান, তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপারে সময় লাগছে কয়েকগুণ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকেই ফেরি ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকের চাপ বেড়ে যায়। উথুলী সংযোগ সড়ক থেকে শিবালয় থানা সড়কের দিকে দেড়শ ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘাট এলাকার চাপ কমলে এখান থেকে সিরিয়াল অনুযায়ী ট্রাক ছেড়ে দেওয়া হবে।
ডিজিএম মো.জিল্লুর রহমান জানান, ঘাট এলাকায় বাস ও ছোট গাড়ির চাপ নেই। ফেরি পারাপারে কিছুটা সময় বেশি লাগছে৷ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3jyJDrB
Post Come trough : PURBOPOSHCIMBD