করোনায় আক্রান্ত ৯৫ শতাংশ মানুষ এখন সুস্থ
বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ২২ হাজার ৫২৪ জনের, যা ক্লোজড কেসের ৫ শতাংশ।
আন্তর্জাতিক ডেস্কবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হয়েছে আট লাখ ২২ হাজারের বেশি মানুষের। বুধবার (২৬ আগস্ট) সকালে ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটির তথ্য বলছে, বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ২২ হাজার ৫২৪ জনের, যা ক্লোজড কেসের ৫ শতাংশ। আর এপর্যন্ত আক্রান্ত হয়েছেন দুই কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৫৮০ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৫ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ, যা ক্লোজড কেসের ৯৫ শতাংশ।
আরো দেখা যায়, সক্রিয় কেসগুলোর মধ্যে ১ শতাংশ জটিল অবস্থায় রয়েছে। বাকি ৯৯ শতাংশের অবস্থা স্থিতিশীল।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৫৯ লাখ ৫৫ হাজার ৭০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮২ হাজার ৪০৪ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৬৬ জনের। আর আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৭৪ হাজার ১৭৬ জন।
এছাড়া এশিয়ায় শীর্ষে অবস্থান করা ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫৯ হাজার ৬১২ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ৩১ হাজার ৭৫৪ জন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফের ব্যর্থ যুক্তরাষ্ট্র
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3hvo36y
Post Come trough : PURBOPOSHCIMBD