বিস্ফোরণের তীব্রতা ৩.৩ মাত্রার ভূমিকম্পের সমান
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কলেবাননের রাজধানী বৈরুতে যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে তা এতটাই শক্তিশালী ছিল যে তা ৩.৩ মাত্রার ভূমিকম্পের সমান। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ করে এমন তথ্য দেখা গেছে।
তবে তীব্রতার মাত্রা ৩.৩ হলেও তা সরাসরি একই মাত্রার ভূমিকম্পের সমতুল্য নয়।
কারণটা ব্যাখ্যা করেছেন জাতীয় ভূমিকম্প তথ্য কেন্দ্রের ভূ-পদার্থবিদ ডন ব্লেকম্যান। তিনি বলেছেন, বৈরুত বিস্ফোরণের মতো ভূপৃষ্ঠের বিস্ফোরণগুলো একই রকমের শক্তির ভূমিকম্পের মতো তীব্রতা উৎপন্ন করে না। এ ধরনের শক্তির বেশিরভাগই ছড়িয়ে পড়ে বাতাস ও ভবনে গিয়ে। তিনি বলেছেন, এধরনের শক্তি মাটির শিলায় পর্যাপ্ত পরিমাণে সঞ্চিত হয় না।
অর্থাৎ এ ধরনের বিস্ফোরণ যদি ভূগর্ভে ঘটতো তাহলে তীব্রতার মাত্রা আরও অনেক হতো।
ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো বৈরুত, নিহত ৭৮, আহত ৪০০০
অ্যামোনিয়াম নাইট্রেট থেকে বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লেবাননের রাজধানী বৈরুতে শক্তিশালী এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহরজুড়ে আতঙ্ক তৈরি হয়। শহরের বাসিন্দারা বলেছেন, বিস্ফোরণে তাদের শহরটি ভূমিকম্পের মতো কেপে ওঠে।
বন্দরের কাছের এই বিস্ফোরণে ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ হাজার মানুষ। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3fw1yfO
Post Come trough : PURBOPOSHCIMBD