করোনাভাইরাসের চিকিৎসা নিয়ে জেকেজি-রিজেন্টসহ নানা প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির মুখোশ উন্মোচন এই সরকারের কৃতিত্ব বলে মনে করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, কারো সহায়তায় নয় নিজ উদ্যোগেই সরকার করোনা নিয়ে এসব প্রতিষ্ঠানের অনিয়ম উদঘাটন করেছে।
শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তবে এক্ষেত্রে স্বাস্থ্য বিভাগকে আরো সতর্ক হওয়া উচিৎ ছিল বলেও জানান তিনি।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিক হস্তক্ষেপেই দেশে করোনাভাইরাসে মৃত্যুর হার অনেক কম।
ওই অনুষ্ঠানে এস আলম গ্রুপ কর্তৃক চট্গ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০০টি হাইফ্রো নজুল ক্যানুলা প্রদান, চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে কোভিড-১৯ হসপিটালে রুপান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এছাড়া এস আলম গ্রুপের উদ্যোগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন এবং কক্সবাজার জেলায় দুইটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/32sv8jC
Post Come trough : Nachole News | নাচোল নিউজ
নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:
করোনা আক্রান্তে রেকর্ড গড়লো চাঁপাইনবাবগঞ্জ জেলা। একদিনে সর্বোচ্চ ৪৩ জন আক্রান্ত এটাই প্রথম। ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো ১৭৩ জনের মধ্যে ৪৩ জনের শরীরে পজিটিভ রিপোর্ট আসে শুক্রবার।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী নতুন আক্রান্তর বিষয়টি নিশ্চিন্ত করেছেন।
জানা গেছে, নতুন ৪৩ জনের ভেতর ২৮ জন হচ্ছে সদর উপজেলার। বাকিগুলো হচ্ছে, ভোলাহাটে ৬ জন, গোমস্তাপুরে ২ জন এবং শিবগঞ্জে ৭জন। এ নিয়ে মোট আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ২৮৪ জন।
২৮৪ জনের মধ্যে বেশির ভাগ সুস্থ হয়েছেন। বাকীরা নিজনিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন এ থেকে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের কারও কোন উপসর্গ নেই। চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কেউ মৃত্যু বরণ করেনি। – কপোত নবী।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/30k8OpO
Post Come trough : Nachole News | নাচোল নিউজ
নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরিফুর ইসলাম চৌধুরী অরুন (৫৭) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
সারাদেশ
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরিফুর ইসলাম চৌধুরী অরুন (৫৭) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বড়দিয়া শেখ ফজিলাতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার স্ত্রী একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা চৌধুরীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শিক্ষক আরিফুর ইসলামের আত্মীয় হাসনাত চৌধুরী জানান, তার দুলাভাই আরিফুর ইসলাম ৪/৫ দিন আগে অসুস্থ হলে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। নমুনা পরীক্ষা করা হলে শুক্রবার বিকেলে রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান। মৃতদেহ রাতেই গ্রামের বাড়ি বড়দিয়ায় এনে দাফন কাজ সম্পন্ন করা হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চৌধুরী মো. আফজাল হোসেন নিসার (৫৭) মারা গেছেন।
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চৌধুরী মো. আফজাল হোসেন নিসার (৫৭) মারা গেছেন।
শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চৌধুরী মো. আফজাল হোসেন নিসার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে। তবে পরিবার নিয়ে তিনি জেলা শহরের বণিকপাড়ায় থাকতেন।
চৌধুরী মো. আফজাল হোসেন নিসারের মৃত্যুর বিষয়টি তার ছেলে তানভীর চৌধুরী নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২ জুলাই প্রথমবার তার বাবার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। পরে ৭ জুলাই দ্বিতীয়বারের পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। ঢাকার স্কয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সেখানেই শুক্রবার রাতে তার বাবা মারা গেছেন।
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত ফেনী প্রতিনিধি ফেনীর ফুলগাজীতে দুটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছে।
সারাদেশ
ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে দুটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছে।
নিহতরা হচ্ছেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামের বাচ্চু মিয়া (৭৫) ও খুকি আক্তার (৫৫)। এরা সম্পর্কে ভাই-বোন।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজীর গাইনবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় রুবেল (২৫) নামে আরো একজন আহত হয়েছেন। রুবেল সম্পর্কে নিহতদের নাতি হন।
নিহতের স্বজনরা জানান, ফুলগাজীতে রুবেলের শ্বশুর বাড়ি থেকে তিনজন দাওয়াত খেয়ে সিএনজিচালিত অটোরিকশা যোগে দক্ষিণ কাশিমপুরে ফিরছিলেন তারা। পথে ফুলগাজীর গাইনবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রী বাচ্চু মিয়া ও খুকি আক্তার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নুরুল আলম সিদ্দিকী জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা যায়। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা দুটি উদ্ধার করে থানায় জব্দ করা হয়েছে। তবে দুই অটোরিকশাচালকই পালিয়ে গেছে।
১০-১৫ বছর ধরে বিনা বেতনে পাঠদান করছেন। সরকার আমাদের দায়িত্ব না নিলে হয়তো শিক্ষকতা পেশাই ছেড়ে দিতে হবে।
নিজস্ব প্রতিবেদক
সারা দেশে তিন শতাধিক এমপিওভুক্ত ডিগ্রি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্সে নন-এমপিও শিক্ষক রয়েছেন প্রায় ৫ হাজার। দীর্ঘ ২৮ বছরেও জনবল কাঠামো না থাকায় এসব কোর্সের শিক্ষক-কর্মচারী এমপিও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা সরকার থেকে এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও কোনো আর্থিক সুবিধা পান না। বর্তমান করোনা পরিস্থিতিতে এই শিক্ষকরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। এমপিওভুক্ত না হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরাও বিপাকে পড়েছেন।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের আহ্বায়ক নেকবর হোসাইন বলেন, বিধিমোতাবেক শিক্ষক হিসেবে আমাদের নিয়োগ দিয়েও জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের বেতন-ভাতার দায়িত্ব গ্রহণ করছে না। একই সঙ্গে অন্য ডিগ্রি কলেজে যোগদান করে পরে প্রতিষ্ঠান সরকারি হওয়ার পর কোনো কোনো শিক্ষক ক্যাডার মর্যাদা পেয়েছেন, অন্যদিকে আমরা জনবল কাঠামোতেই আসতে পারিনি। তাই এমপিওভুক্তও হতে পারিনি আমরা।
তিনি বলেন, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ সংশোধন করে আমাদের অনার্স ও মাস্টার্স কোর্সের ৫ সহস্রাধিক শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তির উদ্যোগ নেওয়ার দাবি জানাই সরকারের কাছে। নতুন জনবল কাঠামোতে আমাদের অন্তর্ভুক্ত না করার কারণে খালি হাতে অনেক শিক্ষককে অবসর গ্রহণ করতে হচ্ছে।
নেকবর হোসাইন বলেন, অনেকে ১০-১৫ বছর ধরে বিনা বেতনে পাঠদান করছেন। সরকার আমাদের দায়িত্ব না নিলে হয়তো শিক্ষকতা পেশাই ছেড়ে দিতে হবে।
অনার্স ও মাস্টার্স কোর্সে নন-এমপিও শিক্ষকরা জানান, কলেজ কর্তৃপক্ষ একান্তই মানবিক দিক বিবেচনা করে আগে যাতায়াত খরচ বাবদ কিছু টাকা সম্মানী দিলেও করোনার কারণে সেটিও বন্ধ রয়েছে। শিক্ষকদের বর্তমানে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করতে হচ্ছে। করোনায় শিক্ষকদের বেতন দিতে না পেরে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষকদের অব্যাহতি দিচ্ছে। এমন একটি প্রতিষ্ঠান রাজধানীর পল্লবীর কসমো স্কুল। শিক্ষকদের পাঠানো অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে, করোনা পরিস্থিতির উন্নতি না হলে শিক্ষাপ্রতিষ্ঠান সেভাবে (ভালোভাবে) পরিচালিত করা যাবে কিনা তা নিয়ে দ্বিধা রয়েছে। স্কুল চালু হলেও আফটারনুন সেশন পরিচালনা করা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। তাই এ বছর আফটারনুন শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।
চিটাগং এ কি কোনো কুরিয়ার এজেন্সি আছে যারা ইনসাইড চিটাগং ডেলিভারি করে? @ (https://ift.tt/2ZEaKdz) by সাজ্জাদ শাহিন from the facebook group Women and e-Commerce forum ( WE )
চিটাগং এ কি কোনো কুরিয়ার এজেন্সি আছে যারা ইনসাইড চিটাগং ডেলিভারি করে?
(Feed generated with FetchRSS) চিটাগং এ কি কোনো কুরিয়ার এজেন্সি আছে যারা ইনসাইড চিটাগং ডেলিভারি করে? @ (https://ift.tt/2ZEaKdz) by সাজ্জাদ শাহিন from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
অনলাইন ব্যবসার জন্য কোন ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস ভালো হবে? এমন কয়েকটি কোম্পানি সাজেস্ট করুন প্লিজ। Dhaka Er vitor delivery charge soho name mention korben pls .… ধন্যবাদ। @ (https://ift.tt/2OCXXBU) by Muhd Sajib from the facebook group Women and e-Commerce forum ( WE )
অনলাইন ব্যবসার জন্য কোন ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস ভালো হবে? এমন কয়েকটি কোম্পানি সাজেস্ট করুন প্লিজ। Dhaka Er vitor delivery charge soho name mention korben pls .… ধন্যবাদ।
(Feed generated with FetchRSS) অনলাইন ব্যবসার জন্য কোন ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস ভালো হবে? এমন কয়েকটি কোম্পানি সাজেস্ট করুন প্লিজ। Dhaka Er vitor delivery charge soho name mention korben pls .… ধন্যবাদ। @ (https://ift.tt/2OCXXBU) by Muhd Sajib from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
পেইজ প্রোমোশন কিংবা পোস্ট বুস্ট করাতে চাই। প্রফেশনাল প্রতিষ্ঠান রিকমেন্ড করবেন প্লিজ।পেইজ প্রোমোশন কিংবা পোস্ট বুস্ট করাতে চাই। প্রফেশনাল প্রতিষ্ঠান রিকমেন্ড করবেন প্লিজ। @ (https://ift.tt/30BeX11) by Ali Azam Siddique from the facebook group Women and e-Commerce forum ( WE )
পেইজ প্রোমোশন কিংবা পোস্ট বুস্ট করাতে চাই। প্রফেশনাল প্রতিষ্ঠান রিকমেন্ড করবেন প্লিজ।পেইজ প্রোমোশন কিংবা পোস্ট বুস্ট করাতে চাই। প্রফেশনাল প্রতিষ্ঠান রিকমেন্ড করবেন প্লিজ।
(Feed generated with FetchRSS) পেইজ প্রোমোশন কিংবা পোস্ট বুস্ট করাতে চাই। প্রফেশনাল প্রতিষ্ঠান রিকমেন্ড করবেন প্লিজ।পেইজ প্রোমোশন কিংবা পোস্ট বুস্ট করাতে চাই। প্রফেশনাল প্রতিষ্ঠান রিকমেন্ড করবেন প্লিজ। @ (https://ift.tt/30BeX11) by Ali Azam Siddique from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
গ্যাজেট আইটেম নিয়ে কাজ করতে চাই।প্রোডাক্ট এর সোর্স কোথায় পেতে পারি?অগ্রিম ধন্যবাদ❤ @ (https://ift.tt/2ZFs6XC) by Ujjal Shill from the facebook group Women and e-Commerce forum ( WE )
গ্যাজেট আইটেম নিয়ে কাজ করতে চাই।প্রোডাক্ট এর সোর্স কোথায় পেতে পারি?অগ্রিম ধন্যবাদ❤
(Feed generated with FetchRSS) গ্যাজেট আইটেম নিয়ে কাজ করতে চাই।প্রোডাক্ট এর সোর্স কোথায় পেতে পারি?অগ্রিম ধন্যবাদ❤ @ (https://ift.tt/2ZFs6XC) by Ujjal Shill from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
ami online business suru korte chai kew ki help korben plzami online business suru korte chai kew ki help korben plz @ (https://ift.tt/3hhnWuZ) by Nishan Sarkar from the facebook group Women and e-Commerce forum ( WE )
ami online business suru korte chai kew ki help korben plzami online business suru korte chai kew ki help korben plz
(Feed generated with FetchRSS) ami online business suru korte chai kew ki help korben plzami online business suru korte chai kew ki help korben plz @ (https://ift.tt/3hhnWuZ) by Nishan Sarkar from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
মোঃ আলামিন হোসেন কলারোয়া প্রতিনিধিঃ
সাতক্ষীরা ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েক মোঃ বাবুল হোসেন এর নেতৃত্বে একটি টহল দল ঝাউডাংগা চেক পোষ্টে যাত্রাবাহী ভ্যান তল্লাশী করে উক্ত মাদক আটক করেন।
গ্রেপ্তারকৃতের নাম মোঃ সাইফুল ইসলাম (৩৩)। সে কলারোয়ার বাকশা গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে। আটক ইয়াবার মূল্য ৪০ হাজার টাকা।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেন।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3fAIZrM
Post Come trough : Nachole News | নাচোল নিউজ
করোনার উপসর্গ নিয়ে ছয় বছরের একটি শিশু মারা গেছে। শিশুটির নাম আবু মুছা। সে জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে।
সারাদেশ
সাতক্ষীরা প্রতিনিধি
করোনার উপসর্গ নিয়ে ছয় বছরের একটি শিশু মারা গেছে। শিশুটির নাম আবু মুছা। সে জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা দুইটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় তাকে নিয়ে আসা হয়।
হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান, শিশুটিকে বেলা দুইটার দিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, সে মারা গেছে। শিশুটির নমুনা নেওয়া হয়েছে। সার্বিক বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জন কার্যালয়ে জানানো হয়েছে।
শিশুটির স্বজনদের বরাত দিয়ে মানস কুমার মণ্ডল বলেন, শিশুটির কয়েক দিন ধরে জ্বর ছিল। হঠাৎ করে বুধবার রাত থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। আজ তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসা হয়।
সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত কুমার জানান, স্বাস্থ্যবিধি মেনে শিশুটির দাফন করতে বলা হয়েছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
এ নিয়ে বৃহস্পতিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা গেলেন। এর আগে সকালে সদর উপজেলার একজন কৃষক ও তালা উপজেলার আরেকজন কৃষক করোনার উপসর্গ নিয়ে মারা যান।
খুলনা মহানগরের খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় গুলিতে দুজন নিহত হয়েছেন। নিহত দুজন হলেন, মশিয়ালী এলাকার মো. নজরুল শেখ (৬০) ও মো. রসুল শেখ (৩০)।
সারাদেশ
খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরের খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় গুলিতে দুজন নিহত হয়েছেন। নিহত দুজন হলেন, মশিয়ালী এলাকার মো. নজরুল শেখ (৬০) ও মো. রসুল শেখ (৩০)।
এ সময় আহত হয়েছেন অন্তত আরও সাতজন। গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিকভাবে পাঁচজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, একই এলাকার সাইফুল, শামীম, রবি, সুজন ও রানা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাফরিন, জাকারিয়া ও মিল্টন নামের তিনজন এলাকাবাসীর ওপর গুলি চালিয়েছেন। এতে ঘটনাস্থলেই নজরুল ও রসুল নামের দুজন মারা যান। অন্যদের গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার কানাই লাল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জাফরিন ও জাকারিয়া নামের দুই ভাই গ্রামবাসীর ওপর গুলি চালিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
রাশিয়ার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে ‘কার্যকর ও নিরাপদ’ বলে প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
বিশ্বে শতাধিক ভ্যাকসিন উদ্ভাবনের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ও দ্বিতীয় ধাপে অল্প কয়েকটি ভ্যাকসিন ক্যান্ডিডেট পর্যায়ে পৌঁছাতে পেরেছে। ১২ জুলাই রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ করেছে তারা।
গত বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ই-মেইল বিবৃতিকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, একটি সামরিক হাসপাতালে প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেয়া ১৮ জন স্বেচ্ছাসেবীকে ২৮ দিন পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেয়া হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভ্যাকসিন প্রয়োগের ২৮ দিন পরে ওই স্বেচ্ছাসেবকদের শরীরে গুরুত্বপূর্ণ সব লক্ষণই স্বাভাবিক সীমার মধ্যেই ছিল। তাদের শরীরে মারাত্মক ক্ষতিকর কোন প্রভাব বা স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা তৈরি হয়নি। কোন পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এখন ‘আমরা জোর দিয়ে এটা বলতে পারছি, এই ভ্যাকসিনটি নিরাপদ।’
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা এক ভিডিওতে শ্বেতলানা ভোলোচিকিনা নামে এক গবেষক দাবি করেছেন, ওই স্বেচ্ছাসেবকদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো কাজ করছে। শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ওরা সবাই এখন করোনাভাইরাস থেকে সুরক্ষিত। দ্বিতীয় স্বেচ্ছাসেবক দলের উপরে ভ্যাকসিন প্রয়োগ করা হয় গত ২৩ জুন। তারা এখন ওই সামরিক হাসপাতালেই আইসোলেশনে রয়েছেন। পর্যবেক্ষণ চালাচ্ছেন চিকিৎসক-গবেষকরা।
রাশিয়া আশা করছে, জুলাই মাসের শেষনাগাদ তাদের ভ্যাকসিনের সামগ্রিক ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়ে যাবে।
এদিকে অক্সফোর্ডের বিজ্ঞানীরা বলেছেন, সেপ্টেম্বরের মধ্যে তাদের টিকা বাজারে আনতে ৮০ শতাংশ আত্মবিশ্বাসী তারা। তাদের পরীক্ষামূলক টিকা প্রয়োগে মানুষের দেহে অ্যান্টিবডি বেড়েছে এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম টি সেল নামের শ্বেত রক্তকণিকার হারও দেখা গেছে উল্লেখযোগ্য হারে।
ভারতে করোনার সম্ভাব্য টিকার মানব পরীক্ষা শুরু করেছে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট আহমেদাবাদের জাইদাস ক্যাডিলা। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিনের ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোলের অনুমতি মিলেছিল আগেই।
জাইদাস জানিয়েছে, দুই পর্যায়ে ১০৪৮ জনকে টিকা দেয়া হবে। ভারতে ভ্যাকসিনের দৌড়ে এগিয়ে জাইদাস ক্যাডিলার তৈরি জাইকভ-ডি ভ্যাকসিন ক্যানডিডেট এবং ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের তৈরি কোভ্যাক্সিন।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর)-এরডিরেক্টর জেনারেল ডক্টর বলরাম ভার্গব বুধবার জানিয়েছিলেন, দেশটির বিভিন্ন জায়গায় এই দুই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। প্রতিটির জন্য প্রায় হাজার জন করে স্বেচ্ছাসেবক বেছে নেয়া হয়েছে।
রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ফাউচি বলেন, আশা করছি এ বছরই করোনাভাইরাসের একটি টিকা আনতে সক্ষম হবেন বিজ্ঞানীরা। মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান মডার্নার তৈরি করোনার টিকা প্রথম ট্রায়ালে আশা জাগানোর পর ফাউচি এমন মন্তব্য করলেন।
তিনি বলেন, মডার্নার টিকার ফলাফল খুব আশা জাগিয়েছে। কারণ প্রাকৃতিক একটি সংক্রমণের ক্ষেত্রে শরীরে যে ধরনের সুরক্ষা ব্যবস্থা তৈরি হয়, এই টিকা তেমনই প্রতীয়মান হয়েছে। ২৭ জুলাই শেষ ধাপের ট্রায়াল শুরু হবে মডার্নার টিকার।
শেয়ার কারসাজি: ৩ প্রতিষ্ঠান ও ২ ব্যক্তিকে ৫ কোটি টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
কাসেম ড্রাইসেল লিমিটেডের শেয়ারের দাম কৃত্রিম ভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের ঠকিয়ে মুনাফা অর্জন করায় তিন প্রতিষ্ঠান ও ২ ব্যক্তিকে মোট ৪ কোটি ৯০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের নিয়মিত কমিশন সভায় জরিমানার এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নারায়ণ চন্দ্র পাল এন্ড এসোসিয়েটসকে ৩ কোটি টাকা, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেডকে ১ কোটি ৫০ লাখ টাকা, সোলায়মান রুবেল এন্ড এসোসিয়েটসকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মো. মাহমুদুজ্জামানকে ও মহিবুল ইসলামকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রকৌশল খাতে তালিকাভুক্ত কাসেম ড্রাইসেল লিমিটেডের বর্তমান নাম কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বিএসইসি জানিয়েছে, সাজাপ্রাপ্তরা ২০১৫ সালের ২৯ অক্টোবর থেকে ২০১৬ সালের ৫ জানুয়ারির মধ্যে এই কারসাজি করেছে। তখন দুই মাসে কাশেম ড্রাইসেলের শেয়ারের দাম ৬৯ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ১৩১ টাকা ৭০ পয়সায় নিয়ে গিয়েছিল।
সাজাপ্রাপ্তরা কৃত্রিমভাবে লেনদেন করে শেয়ারের দাম বাড়িয়ে তা বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে বাজার থেকে সরে গিয়েছিল বলে বিএসইসি প্রমাণ পেয়েছে। যেহেতু শেয়ারের দাম তার মৌল ভিত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না, ফলে তা কমে গিয়েছিল। তাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক বিনিয়োগকারী।
কমিশন বিভিন্ন আইন ভঙ্গ করার কারণে ৭টি ব্রোকারেজ হাউজকে সতর্ক করার সিদ্ধান্ত নেয়েছে।
পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে টাকা তুলে, সেই টাকার সঠিক ব্যবহার না করে নিয়ন্ত্রক সংস্থাকে মিথ্যা তথ্য দেওয়ায় কাট্টলী টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিএসইসির নিয়মিত সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কাট্টলী টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালকে ১ কোটি টাকা এবং স্বাধীন পরিচালক বাদে অন্য পরিচালকদের ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
কাট্টলী টেক্সটাইলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্যবস্থাপনা পরিচালক হলেন এমদাদুল হক চৌধুরী। পরিচালক হিসেবে আছেন আনয়ারুল হক চৌধুরী, মোকাররম হক চৌধুরী, ওয়াদুদ সাবরিনা, সিফাট সাবরিনা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাসরিন হক।
কাট্টলী টেক্সটাইল মিলস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৮ সালে। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে তারা মোট ৩৪ কোটি টাকা তুলেছিল। তারা জানিয়েছিল, ৩৪ কোটি টাকার মধ্যে ৫১ শতাংশ টাকা খরচ করবে নতুন কারখানা ভবনের জন্য, ৭ দশমিক ৪৪ শতাংশ টাকা খরচ করবে কর্মীদের ডর্মিটরি তৈরির জন্য, ২৬ দশমিক ৪১ শতাংশ টাকা খরচ করবে নতুন যন্ত্রপাতি কেনার জন্য, বাকি টাকা খরচ করবে ব্যাংক ঋণ ফেরত দিতে।
২০২০ সালের ৩০ এপ্রিল কাট্টলী টেক্সটাইল একটি প্রতিবেদন দেয়, যাতে উল্লেখ করা হয় তারা ৭ কোটি ৬২ লাখ ৭৮ হাজার টাকা ৬৪৫ টাকা খরচ করেছে। আর ২৬ কোটি ৩৭ লাখ ২১ হাজার ৩২৫ টাকা খরচ করতে পারেনি। কিন্তু বিএসইসি তদন্ত করে দেখতে পায়, কাট্টলী টেক্সটাইল মিলস টাকা খরচ তো করেইনি, বরং তারা মিথ্যা তথ্য দিয়েছে এবং জাল দলিল তৈরি করে নিয়ন্ত্রণ সংস্থাকে দিয়েছে।
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের সিল ও স্বাক্ষরিত চেক বইয়ের পাতাসহ দুইজনকে আটক করেছে র্যাব।
সাভার প্রতিনিধি
ঢাকার সাভারের আশুলিয়া থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের সিল ও স্বাক্ষরিত চেক বইয়ের পাতাসহ দুইজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।
বিকেল ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১-এর একটি দল।
আটককৃতরা হলেন- রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দিন জালালী (৬১) এবং তার গাড়ির চালক মাহমুদুল হাসান (৪০)।
গিয়াস উদ্দিন জালালী (৬১) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রুপসাদী গ্রামের মৃত ফকির সুলতান জালালীর ছেলে ও রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা। মাহমুদুল হাসান শরীয়তপুর জেলার জাজিরা থানার ছোট কৃষ্ণনগরের ফয়জুল মাতবরের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য কেনাবেচার সময় আশুলিয়ার নরসিংহপুর এলাকার আশুলিয়া-কাশিমপুর সড়কে অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের সিল ও স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক গরিবে নেওয়াজ অ্যাভিনিউ শাখার ৪৮টি চেক বইয়ের পাতা, রিদম ট্রেডিংয়ের নামে ডাচ বাংলা ব্যাংক প্রগতি সরণির শাখার একটি চেক বই, ১০ বোতল ফেনসিডিল ও ২১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, এ ঘটনায় র্যাব বাদী হয়ে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আবদুল হাই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত দেড়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আবদুল হাইয়ের ভাগ্নে আবুল খায়ের উজ্জ্বল।
মুক্তিযোদ্ধা আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক। তিনি পরিবার-পরিজন নিয়ে ঢাকায় বসবাস করছিলেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করা হয়। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত ৫ জুলাই তাকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবদুল হাইয়ের ছেলে ব্যবসায়ী সাইফ মো. ফারাবিও কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে উঠেছেন।
দুই মৌসুম পর লা লিগার শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ। লিগের ৩৭তম ম্যাচে কারিম বেনজেমার জোড়া গোলে, ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে লা লিগার রেকর্ড ৩৪তম শিরোপা নিশ্চিত করেছে গ্যালাকটিকোরা। লস ব্লাঙ্কোসদের শিরোপা নিশ্চিতের রাতে অবশ্য হেরে বসেছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। মেসির গোলের পরও ওসাসুনার বিপক্ষে তাদের হার ২-১ গোলে।
অবশেষে অবসান হলো আরো একটি ইউরোপিয়ান লিগের। রেকর্ড ৩৪তম লিগ শিরোপা উচিয়ে ধরলো গ্যালাকটিকোরা। ঘরের মাঠে শিরোপা জয়ের আনন্দ পেলেও, আলফ্রেড ডি স্টেফানোতে এবারই প্রথম শিরোপার স্বাদ পেলো লস ব্লাঙ্কোস।
শিরোপা অনেকটাই নিশ্চিত ছিলো রিয়ালের। তাই মাঠে হাজির না হতে পারলেও, মাদ্রিদ শহরের প্রতিটি বার, রাস্তায় উদযাপনের জন্য জড়ো হয় সমর্থকরা। অবশ্য করোনা সংক্রমণ এড়াতে বেশি লোক জড়ো হতে দেয় নি পুলিশ। এতো কড়াকড়ির মাঝেও চলে জিদান শিষ্যদের শিরোপা জয়ের উদযাপন।
একই সময় রিয়াল-বার্সার খেলা হওয়ায় দুই পর্দাতেই চোখ ছিলো দর্শকদের। রিয়ালের পয়েন্ট খোয়ানো বিলম্বিত করতে পারে তাদের শিরোপা। কিন্তু বার্সা পয়েন্ট খোয়ালেই শিরোপা হাতে উঠবে রিয়ালের। এমন সমীকরণে ২৯ মিনিটে কারিম বেনজেমার গোলে লিড নেয় গ্যালাকটিকোরা।
আরেক ম্যাচে অবশ্য ১৫ মিনিটেই পিছিয়ে পড়ে কাতালানরা। তাই প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। ৬২ মিনিটে মেসির গোলে ম্যাচে সমতা ফেরায় বার্সেলোনা। তবে ড্র নয় জয়ই পারে তাদের শিরোপার স্বপ্ন টিকিয়ে রাখতে।
ম্যাচে জয়সূচক গোলের জন্য যখন মেসি-সুয়ারেজরা মরিয়া, তখন দুই গোলের লিড রিয়ালের। এবারও পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন বেনজেমা।
৮৩ মিনিটে রিয়াল এক গোল হজম করলেও শিরোপা জয়ের জন্য আর তাদের পেছনে তাকাতে হয়নি। তাই শিরোপা হাতছাড়া হবার হতাশা থেকেই কি না ম্যাচের অতিরিক্ত সময়ে ২য় গোল হজম করে বসে বার্সেলোনা।
পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো, রিয়াল ছাড়ার পর এই প্রথম লা লিগার স্বাদ পেলো গ্যালাকটিকোরা। তবে জিদানের অধীনে ১১টি শিরোপা জিতলো রিয়াল। যেখানে দুটি করে লা লিগা, স্প্যানিশ কাপ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ৩টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা রয়েছে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3evzMje
Post Come trough : Nachole News | নাচোল নিউজ
আসন্ন ঈদুল আজহার ছুটিতে ঢাকাসহ চার জেলার মানুষ অন্য জেলায় যেতে পারবেন না। অন্য জেলাগুলো হল- নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম।এই চার জেলার মানুষ যাতে অন্য জেলায় যাতায়াত করতে না পারে সেই জন্য ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
বুধবার কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে অনুরোধ জানিয়ে এই চিঠি লিখেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে বলা হয়, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে কোভিড-১৯ সংক্রমণ বিস্তার প্রতিরোধের জন্য পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এই অবস্থায় এসব জেলা থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
মহামারী করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে ২ হাজার ৪৯৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন।
করোনার হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৭ লাখ ১৮৮১ জন। আর এ পর্যন্ত সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮৭ হাজার ৩৩০ জনের।
গত ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। পরবর্তীতে বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে করোনা মহামারীতে ছড়িয়ে পড়ে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3h4CSwj
Post Come trough : Nachole News | নাচোল নিউজ
শ্রীনগর: সাতসকালে ফের উত্তপ্ত ভূ-স্বর্গ। এনকাউন্টার শুরু কাশ্মীরের কুলগাম জেলার নাগনন্দ-চিমার এলাকায়। ইতিমধ্যেই বাহিনীর হাতে নিকেশ হয়েছে এক জঙ্গি।
কাশ্মীর পুলিশ জানিয়েছে, পুলিশ ও নিরাপত্তা বাহিনী একযোগে জঙ্গি বাহিনীর বিরুদ্ধে এই এনকাউন্টার চালাচ্ছে। পুলিশ সূত্রে খবর, এখনও নিহত জঙ্গির পরিচয় পাওয়া যায়নি। গুলির লড়াই এখনও চলছে বলে জানিয়েছে পুলিশ।
আগের সপ্তাহে শনিবার নিয়ন্ত্রণরেখার কাছে উত্তর কাশ্মীরের নৌগামে দুই জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। শনিবার সকালে বারামুল্লার নৌগাম সেক্টরে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা। সেইসময় এলাকা জুড়ে সেনা টহলদারি চলছিল। তখনই সন্দেহ হওয়ায় সেনা তল্লাশি শুরু করে। আচমকাই শুরু হয় গুলির লড়াই। প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনাবাহিনীও।
ওই এনকাউন্টারে দুই জঙ্গি ঘটনাস্থলেই খতম হয়। উদ্ধার করা হয় দুটি এ কে ৪৭ রাইফেল। এদের সঙ্গে আরও কেউ ছিল কীনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে একটি সূত্র মারফত ভারতীয় সসেনা খবর পেয়েছে, আবারও ভারতে বড়সড় নাশকতার ছক পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের। নিয়ন্ত্রণরেখার ওপারে ইতিমধ্যেই লঞ্চপ্যাডে ৩০০-৪০০ জঙ্গি জড়ো হয়েছে। যে কোনওভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা।
জম্মু কাশ্মীর-সহ পাকিস্তান সীমান্ত লাগোয়া সব এলাকায় জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে নজরদারি দ্বিগুণ করেছে সেনাবাহিনী।
Post Written by : Rony Islam
Original Post URL : https://ift.tt/3eCdHiT
Post Come trough : Nachole News | নাচোল নিউজ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পুলিশ সদস্যরা মাদক নির্মূলে পবিত্র কোরআন ও অন্য ধর্মালম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ ধরে শপথ করে মাঠে নেমেছেন। বুধবার রাতে (১৫ জুলাই) ওসি, এসআই, এএসআইসহ ৭৬ জন পুলিশ নিজ নিজ পবিত্র ধর্মগ্রন্থ ধরে থানা প্রাঙ্গণে শপথ করেন। শপথ পাঠ করান মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না বা মাদকের বিরুদ্ধে কোনো আপোষ করবে না কোনো পুলিশ সদস্য। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে চুনারুঘাট উপজেলাকে মাদকমুক্ত করা হবে।
থানার পক্ষ থেকে জানা যায়, এসময়ে মাদক ব্যবসায়ীদের তালিকা হালনাগাদ, মাদক ব্যবসায়ীদের সরকারি সুবিধা বন্ধ করা, থানায় মাদক ব্যবসায়ীদের পক্ষে তদবিরকারীদের তালিকা তৈরি করা এবং এ তালিকা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো, দাগি মাদক ব্যবসায়ীর জামিন হলেও তাদের পুনরায় গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ, প্রত্যেক শুক্রবারে মসজিদে ইমামের পাশাপাশি থানার বিট অফিসারদের মাদকের বিষয়ে সচেতনতা তৈরি এবং বিভিন্ন এলাকায় সচেতনতা তৈরিতে প্রচারাভিযান ও মতবিনিময় সভা করাসহ বিভিন্ন পদক্ষেপ নিবে থানা পুলিশ। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের ধরতে সাঁড়াশি অভিযান চলবে সারা উপজেলায়।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বলেন, কোনো পুলিশ যাতে মাদকের বিষয়ে কোনো ধরনের গাফিলতি বা ইচ্ছা অনিচ্ছাকৃত আপোষ করতে না পারে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশনে যান ও কোনো পুলিশ যাতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত হতে না পারেন সে জন্য থানার সব পুলিশকে কুরআন শরীফ এবং অন্য ধর্মাবলম্ববীদের তাদের পবিত্র ধর্মগ্রন্থ হাতে নিয়ে শপথ করেছেন।
তিনি বলেন, ইতিমধ্যে আমরা মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। আগামী দুই মাসে চুনারুঘাটকে মাদকমুক্ত ঘোষণা করা হবে। যা আমাদের পুলিশ মহাপরিদর্শকের নির্দেশ। সে লক্ষ্যেই আমরা পবিত্র গ্রন্থ নিয়ে শপথ করেছি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী আগামী ১৬ ডিসেম্বর দেশকে মাদকমুক্ত ঘোষণা করবেন। এর অংশ হিসেবে পুলিশের মহাপরিদর্শক মো. বেনজির আহমেদের নির্দেশে চুনারুঘাট থানা পুলিশ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে চুনারুঘাট থানাকে মাদকমুক্ত ঘোষণা করার শপথ নিয়েছে।
Post Written by : Rony Islam
Original Post URL : https://ift.tt/3fCPo5S
Post Come trough : Nachole News | নাচোল নিউজ
করোনাভাইরাস জনিত চলমান এই সংকটে জমে উঠেছে অনলাইনে কেনাকাটা ; অসাধু চক্র ও চালিয়ে যাচ্ছে প্রতারণা!!
অনলাইনে কেনাকাটা করে প্রতিদিনই কোন না কোন ভোক্তা প্রতারিত হচ্ছেন। প্রাতিষ্ঠানিক নাম ঠিকানা বিহীন বা ভূয়া ঠিকানা সম্বলিত বাহারী নামে ফেসবুক পেজ ভিত্তিক কতিপয় অনলাইন বিজনেস প্লাটফর্ম মিথ্যা ও চটকদার বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করছে সাধারণ ক্রেতাদের। প্রতারিত ক্রেতাদের কাছ থেকে প্রায়ই যে অভিযোগগুলি পাওয়া যায়…….
১.নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহ না করা।
২. একটি পণ্যের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাকে নিম্নমানের অন্য কোন পণ্য সরবরাহ
৩. নষ্ট বা ব্যবহার অনুপযোগী পণ্য সরবরাহ
৪. মূল্য পরিশোধের পর ও পণ্য সরবরাহ না করা।
৫. পণ্য সরবরাহ করার নামে টাকা হাতিয়ে নিয়ে মোবাইল ফোন কল রিসিভ না করা বা ক্রেতাকে মেসেঞ্জারে ব্লক করে রাখা ইত্যাদি।
সম্প্রতি ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলায় প্রাপ্ত তিনটি অভিযোগ সংক্ষেপে তুলে ধরছিঃ
১. KPH মেশিনারিজ নামক অনলাইন প্রতিষ্ঠান থেকে ৪৫,০০০ টাকার মেশিন কিনে প্রতারিত হয়েছেন এক উদ্যোক্তা – কৃষক।
২. ব্যক্তিগত এক ফেইসবুক পেজ থেকে নতুন মোবাইল ফোন কিনে এক গাড়িচালক হাতে পেয়েছেন নষ্ট ফোন।
৩. Gorgious Boutique থেকে একটা ড্রেস ক্রয় করে পেয়েছেন অন্য একটি, পরিবর্তন এর কথা বলায় ব্লক মেরেছে ক্রেতাকে। গতকাল অভিযোগ পেয়েছি, প্রতিকারের প্রক্রিয়া চলমান।
অনলাইন ভিত্তিক অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ভোক্তা স্বার্থ রক্ষায় মনোযোগী ও আন্তরিক। সম্মানিত ক্রেতাসাধারণকে অনুরোধ করছি অনলাইনে পণ্য ক্রয়ের পূর্বে প্রতিষ্ঠান এর শর্ত, রিভিউ ইত্যাদি দেখে, শুনে ক্রয় করবেন, প্রতারিত হলে পূর্নাঙ্গ স্থায়ি ঠিকানাসহ অভিযোগ করুণ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ। ভোক্তা অধিকার রক্ষায় মহাপরিচালক(অতিরিক্ত সচিব) জনাব বাবলু কুমার সাহা মহোদয় এর নির্দেশনায় দেশের প্রতিটি জেলায় নিরলস কাজ করে যাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Post Written by : Rony Islam
Original Post URL : https://ift.tt/2WtQdGt
Post Come trough : Nachole News | নাচোল নিউজ