ধর্ষণের অতিমারিই আমাদের গন্তব্য?
বিনোদন ডেস্কধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে সোচ্চার দেশের মানুষ। এই প্রতিবাদে সামিল হয়েছেন তারকারাও। অনেকেই এই ঘৃণিত অপরাধের বিরুদ্ধে সরব হয়েছেন ফেসবুকে। প্রতিবাদী সব পোস্ট লিখে এসব অপরাধের প্রতিকার চেয়েছেন তারা। এবার সাম্প্রতিক ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও ক্ষোভ প্রকাশ করলেন।
এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, না। এই পরিণতি আমরা কখনোই মেনে নেব না। এ যদি পৌরুষ হয়, তাকে আমি বলি, ছিঃ। সবাই কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলি, ছিঃ। আর, তুমি এই হৃদয়ে উঠে এসো, দুঃখিনী বোনটি আমার। তিনি আরও উল্লেখ করেন, ছিঃ, কীভাবে এই দৃশ্যটি আমি দেখি! ফোনে ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই নির্মম নিষ্ঠুর ভিডিও আমারই দেশে তৈরি, এও বিশ্বাস করতে হবে? আমারই কোনো বোনকে লাঞ্ছনায় নরকের অতলে পৌঁছে দিচ্ছে আমারই পাশের বাড়ির এক ছেলে, এও আমাকে দেখতে হবে আমারই ভাইয়ের রক্তে ভেজা লাল–সবুজের দেশে? নিষ্পাপ শিশু, সরল আদিবাসী, বেড়াতে যাওয়া আনন্দিত স্ত্রী, ঘরের কোণে সংসারী মা—সবাই হয়ে যাচ্ছে নরকের অঙ্গারে পোড়া ছবি। একের পর এক এই সর্বনাশা ঢেউ কোথায় ভাসিয়ে নিচ্ছে আমাদের? তাহলে কি মেনে নিতে হবে, ধর্ষণের অতিমারিই আমাদের গন্তব্য?
পূর্বপশ্চিমবিডি/এসএস
Post Written by :
Original Post URL : https://ppbd.news/entertainment/176170/ধর্ষণের-অতিমারিই-আমাদের-গন্তব্য?
Post Come trough : PURBOPOSHCIMBD