দক্ষিণ আমেরিকা অঞ্চলের লড়াইয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডেরের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় আলবিসেলেস্তাদের।
ঘরের মাঠে শুরুটা দারুন করে লিওনেল মেসির দল। ম্যাচের ১৩ মিনিটে ডিবক্সের মধ্যে লুকাস ওক্যামপোস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে দলকে লিড এনে দেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে এটি ৭২তম গোল এলএমটেনের। আর ৫ গোল করলেই ছুঁয়ে ফেলবেন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলদাতা পেলেকে। পুরো ম্যাচে বলের দখলে এগিয়ে থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। বিপরীতে গোল পরিশোধ ব্যর্থ হয় ইকুয়েডর। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
অপর ম্যাচে ম্যাক্সিমিলানো গোমেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে ২-১ গোলে হারিয়েছে উরুগুয়ে। ঘরের মাঠ এস্তাদিও ক্যান্তেনারিওতে প্রথমে এগিয়ে যায় উরুগুয়ে। ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে কাঙ্খিত গোল এনে লুইস সুয়ারেজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই অ্যালেক্সিস সানচেজের গোলে সমতায় ফেরে চিলি। ম্যাচের শেষ সময়ে ম্যাক্সিমিলানো গোমেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/2SCr3TF
Post Come trough : নাচোল নিউজ