শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে
নিজস্ব প্রতিবেদককরোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। এদিকে শীতে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই এখনই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে আরো বাড়ছে ছুটি। তবে ছুটি কতদিন বাড়বে তা এখনো নির্ধারিত নয়। এ বিষয়ে আজ সংবাদ সম্মেলনে জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন বলেন, বর্তমান অবস্থা বিবেচনা করে এখন স্কুল-কলেজ খোলা সম্ভব হবে না। চলমান ছুটি আরও বাড়ানো হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি রয়েছে। এর আগেই ছুটি বাড়ানোর বিষয়ে জানিয়ে দেওয়া হবে। যেহেতু ৩০ ও ৩১ অক্টোবর সরকারি ছুটি। তাই বৃহস্পতিবারেই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। তবে ছুটি কতদিন বাড়ানো হবে সে বিষয়ে শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/education/178298/শিক্ষামন্ত্রীর-সংবাদ-সম্মেলন-দুপুরে
Post Come trough : PURBOPOSHCIMBD