ধামরাইয়ে কৃষক খুন: গ্রেপ্তার দুইজনের জবানবন্দি
সারাদেশ
সাভার প্রতিনিধিঢাকার ধামরাইয়ে শুকুর আলী নামে এক কৃষককে হত্যার ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার দুই আসামি। পরে তাদেরসহ গ্রেপ্তার চার আসামিকেই কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দুপুরে গ্রেপ্তার জাকারিয়া হোসেন, ফিরোজ হোসেন, মনোয়ার হোসেন ও মোহাম্মদ শাহীনুরকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠায় ধামরাই থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা ধামরাই উপজেলার কাছৈর এলাকার বাসিন্দা ও নিহত শুকুর আলীর প্রতিবেশী।
পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর উপজেলার কাছৈর গ্রামের নিজ বাড়ির পাশের বিলে মাছ ধরার কথা বলে বেরিয়ে যান শুকুর আলী। এরপর আর সে ফেরেনি। পরদিন বাড়ির পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন রাতেই অজ্ঞাতনামা আসামী করে ধামরাই থানায় মামলা করেন নিহতের ছেলে মুখলেছুর রহমান। এঘটনায় অধিকতর তদন্তে জড়িত সন্দেহে কাছৈর গ্রাম থেকে জাকারিয়া ও ফিরোজকে আটক করা হয়। তারা নিহত শুকুর আলীর প্রতিবেশী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্যে মঙ্গলবার দুপুরে একই গ্রাম থেকে মনোয়ার ও শাহীনুরকে আটক করে পুলিশ। বিকেলে তাদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, বিজ্ঞ আদালতে গ্রেপ্তার জাকির ও ফিরোজ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জমি বিরোধের জেরে পরিকল্পিত ভাবে শুকুর আলীকে হত্যার কথা আদালতে জানায় তারা। বক্তব্য রেকর্ড শেষে বিচারক তাদের ও গ্রেপ্তার বাকী দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/178182/ধামরাইয়ে-কৃষক-খুন:-গ্রেপ্তার-দুইজনের-জবানবন্দি
Post Come trough : PURBOPOSHCIMBD