ইমু-ফেসবুক ব্যবহারে নিষেধ করায় গৃহবধূর আত্মহত্যা!
ইমু ও ফেসবুক ব্যবহার করতে নিষেধ করায় ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
সারাদেশ
চাঁদপুর প্রতিনিধিচাঁদপুরের ফরিদগঞ্জের বালিথুবায় ইমু ও ফেসবুক ব্যবহার করতে নিষেধ করায় ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার খাঁড়খাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্বপ্না (২২) ওই গ্রামের আবু তাহেরের মেয়ে ও সুরঙ্গচাইল গ্রামের রাকিবের স্ত্রী।
নিহতের বড় বোন জানান, স্বপ্নার সাথে তার স্বামী রাকিবের প্রায়ই ইমু ও ফেসবুক ব্যবহার নিয়ে কথা কাটাকাটি হতো। সোমবার রাতে স্বপ্নাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করেন তার স্বামী। তিনি বলেন, আমাদের ধারণা, এ থেকে রাগে ও ক্ষোভে সে আত্মহত্যা করেছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করেছি। বিকালে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
গৃহবধূর পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/178185/ইমু-ফেসবুক-ব্যবহারে-নিষেধ-করায়-গৃহবধূর-আত্মহত্যা!
Post Come trough : PURBOPOSHCIMBD