ব্যাঙ্গালুরুকে হারিয়ে প্লে-অফে মুম্বাই
স্পোর্টস ডেস্কবিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্লে-অফের ছাড়পত্র জোগাড় করে নিলো রোহিতহীন মুম্বাই ইন্ডিয়ান্স৷ বুধবার (২৮ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ব্যাঙ্গালুরুকে ৫ উইকেটে হারায় তারা৷ সেই সঙ্গে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেলো মুম্বাই।
১৬৫ রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স৷ শেষ দু’টি ম্যাচ হারলেও রান-রেট বেশি থাকায় প্লে-অফে পৌঁছেতে সমস্যা হবে না মুম্বাইয়ের৷ চোটের জন্য এদিনও মাঠে নামতে পারেননি ক্যাপ্টেন রোহিত৷ কিন্তু রান তাড়া করতে কোনো সমস্যা হয়নি মুম্বাইয়ের৷
দুই ওপেনার দ্রুত ডাগ-আউটে ফিরলেও সূর্যকুমার যাদবের দুরন্ত ব্যাটিংয়ে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় মুম্বাই৷ ৪৩ বলে তিনটি ছয় ও এক ডজন বাউন্ডারির সাহায্যে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে মুম্বাইকে জেতান সূর্যকুমার৷ স্টাইক-রেট ১৮৩.৭২৷ দুই ওপেনার কুইন্টন ডি’কক ১৮ ও ইশান কিসান ২৫ রান করেন৷ তবে বাকিরা রান পাননি৷ সৌরভ তিওয়ারি ৫ রান, ক্রুনাল পান্ডিয়া ১০ ও হার্দিক পান্ডিয়া ১৭ রান করে আউট হন৷ দলকে জিতিয়ে ম্যাচের সেরা সূর্যকুমার৷
এর আগে প্রথম ব্যাটিং করেন মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ১৬৫ রানের টার্গেট রেখেছিল৷ একটা সময় মনে হয়েছিল মুম্বাইয়ের সামনে ২০০ বেশি রানের টার্গেট দেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু৷ কিন্তু জসপ্রীত বুমারাহের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে কোনোক্রমে দেড়শো রানের গণ্ডি টপকেছে আরসিবি৷ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান তুলেছে ব্যাঙ্গালুরু৷
ওপেনিং জুটিতে ৭১ রানের পার্টনারশিপ গড়লেও একই ওভারে পারিক্কল ও শিভম দুবেকে ডাগ-আউটে ফেরত পাঠিয়ে মুম্বাইয়কে ম্যাচ ফেরান বুমরাহ৷ ৪৫ বলে এক ডজন বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পারিক্কল৷ এদিন আইপিএলে তার একশতম উইকেট শিকার করেন বুমরাহ৷ ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ১৪ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন মুম্বাইয়ের এই ডানহাতি পেসার৷
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/178301/ব্যাঙ্গালুরুকে-হারিয়ে-প্লে-অফে-মুম্বাই
Post Come trough : PURBOPOSHCIMBD