ঘুষ নেওয়ায় ওসি প্রত্যাহার
ময়মনসিংহ প্রতিনিধিঘুষ নেয়ার অভিযোগে প্রত্যাহার হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ। একই ঘটনায় এমদাদ নামে এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ওসিকে প্রত্যাহার ও কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান।
জানা যায়, উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের কাকনহাটি গ্রামের আসাদুজ্জামান লুলু পৈতৃক জমিতে পানের বরজ, ফলজ বাগান ও পুকুর খনন করে মাছ চাষ করে আসছিলেন। এ নিয়ে প্রতিবেশী নয়ন মিয়ার সঙ্গে বিরোধ ছিল।
এই বিষয়ে আসাদুজ্জামান লুলু গত ২১ অক্টোবর এর প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন। ওসি অভিযোগের বিষয়টি গুরুত্ব না দিয়ে আসাদুজ্জাসান লুলুকে থানা থেকে ফিরিয়ে দেন।
পরদিন ২২ অক্টোবর নয়নসহ তার লোকজন হামলা চালিয়ে আসাদুজ্জামান লুলুর বাড়ি ঘর ভাঙচুর করে ও পানের বরজের ক্ষতি করে। এ সময় আসাদুজ্জামান লুলুর ভাই আবু রায়হান রুমেল বাঁধাদিলে তাকেও মারধর করে হামলাকারীরা।
পরে আসাদুজ্জামান লুলু থানায় এসে হামলার বিষয়টি ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমানকে জানালে তিনি ২০ হাজার টাকা দাবি করেন। টাকা ছাড়া কাজ হবে না বলে জানালে নিরুপায় হয়ে ১৭ হাজার টাকা দেন। এ সময় কনস্টেবল এমদাদকেও ১৫শ টাকা দেন আসাদুজ্জামান লুলু। এ ঘটনায় ২৫ অক্টোবর আসাদুজ্জামান লুলু ময়মনসিংহ পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেন।
পুলিশ সুপার জানান, অনিয়মের অভিযোগে ওসিকে প্রত্যাহার ও কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ তদন্ত করা হচ্ছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/178402/ঘুষ-নেওয়ায়-ওসি-প্রত্যাহার
Post Come trough : PURBOPOSHCIMBD