বর্ষায় পদ্মার স্রোতে রাজশাহীতে নদী তীরের বাধ ভেঙ্গে যাবার আশঙ্কা দেখা দিয়েছিলো। কিন্তু তার কিছুদিন পরই আবার পদ্মার বুক চিরে জেগে উঠেছে চর। এ জন্য হারিয়েছে পদ্মার উত্তাল ঢেউ। আর কিছু দিন পরই ধূ ধূ বালুচর হয়ে উঠবে পদ্মার গর্ভের বিস্তির্ণ এলাকা।
পদ্মার এই নতুন চরে দল বেধে ঘুরে বেড়াতে শুরু করেছেন বিনোদন পিপাসুরা। নওগা থেকে রাজশাহীতে এক আত্নীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন নাসরিন আক্তার ও কামাল হোসেন দম্পতি। তারা বলেন, আগের বছর যখন পদ্মায় চর ছিলো তখনও তারা এসেছিলেন। এবার পদ্মার নতুন চর তাদের বেশ ভালো লেগেছে। সন্ধ্যায় পদ্মার পাড়ে তারা অনেকটা সময় কাটিয়েছেন।
নদীর মাঝের এই চরে বিনোদন খুঁজে পাওয়া গেলেও হতাশায় ভুগছেন জেলে আর ঝিরা। কেননা,নদীতে পানি কমে গেলে মাছের পরিমানও কমে যায়। আর ভ্রমনের জন্য নৌকাগুলোও তেমন চলে না।
কেশবপুর ঘাটে নৌকা চালক রাজু বলেন, পদ্মায় পানি বেশি থাকলে লোক বেশি হয়। আর চর জাগলে নদী খুব ছোট হয়ে আসে। তখন নৌকা চলে না। ফলে আয় রোজগারেও ভাটা পড়ে। নদীতে পানি কমে গেলে জেলেদের জীবিকার ওপরেও ব্যাপক প্রভাব পড়ে।
জেলে ইব্রাহীম আলী বলেন, পদ্মায় যখন পানি থাকে তখন অনেক মাছ পাওয়া যায়। সে মাছ বিক্রি করে তিনি সংসার চালান। কিন্তু পানি যত কমছে মাছও তত কমছে। ফলে তার সংসার চালানো কষ্টকর হয়ে পড়ছে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/31O4Ve8
Post Come trough : নাচোল নিউজ