পাইকগাছা উপজেলায় বিভিন্ন হাট-বাজারে সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের বাজার দর নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে কপিলমুনি সহ বিভিন্ন হাট-বাজারে দ্রব্যমুল্যের বাজারদর তদারকি করেন, পাইকগাছা উপজেলার সৎ নীতিবান ক্লিন ইমেজের অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাতুল আলম। এসময় তিনি মূলত সরকারি নির্ধারিত মূল্যে ৩০ টাকা দরে আলু বিক্রয়ের জন্য খুচরা ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করেন। তাছাড়া ৪৮ টাকা কেজি দরে আলু বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন ব্যবসায়ীদের উপর। এমনকি এর কোন প্রকার ব্যাতিক্রম হলে সে সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এখন থেকে প্রায় প্রতিদিনই পাইকারী ও খুচরা বাজার মনিটরিং চলবে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3nVqoeF
Post Come trough : নাচোল নিউজ