‘সবার জন্য হাতের স্বাস্থ্যবিধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে গাইবান্ধা শহরের সুবিধাবঞ্চিত শিশুদের সচেতনতা বৃদ্ধি করতে হাত ধোয়ার কৌশল বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের রেল কলোনী এলাকায় জুম বাংলাদেশ স্কুল প্রাঙ্গনে সেচ্ছাসেবী সংগঠন জুম বাংলাদেশের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এসময় জুম বাংলাদেশর শুভাকাঙ্খী খন্দকার মিজানুর রহমান রোমেন, রায়হাতুল এমরান প্লাবন, মনিরুজ্জামান বিল্লাহ মিথুন, খন্দকার আসাদুজ্জামান সোহেল, মোঃ আজাহার হোসেন ও এএসএম আরেফ বিল্লাহ, সমম্বনয়ক মো. মেহেদী হাসান, সদস্য নাবিলা ইসমিন মিম, মিমজু আক্তার, মো.তফহীম, মেহেদেী হাসান অন্তর প্রমুখ।
গাইবান্ধা জুম বাংলাদেশের সমম্বনয়ক মো. মেহেদী হাসান বলেন, প্রতিদিন সাবান দিয়ে হাত ধোয়া অভ্যাসে পরিণত করতে এ দিনটি সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে। বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য দিবসটিতে প্রচারণা চালানো হয়। জনসাধারণের মধ্যে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি দিবসটির উদ্দেশ্য।
বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে হাত ধুতে পারলে ২০ ধরনের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/31bvWIa
Post Come trough : নাচোল নিউজ