স্টাফ রিপোর্টার, কপোত নবী : আগামী জানুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে দু’শতাধিক পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ দেশের পৌরসভাগুলোতে একযোগে ভোট গ্রহণ হয়েছিল ২০১৫ সালের ৩০ ডিসেম্বর।
নির্বাচিত মেয়ররা শপথ নিয়ে প্রথম সভা করেছিলেন ২০১৬ সালের জানুয়ারিতে। আইন অনুযায়ী নির্বাচিত পৌরসভার মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। আর ভোট করতে হয় সময় শেষ হবার আগে ৯০ দিনের মধ্যে।
দেশের নির্বাচিত পৌরসভা গুলোর মেয়াদ শেষ হয়ে আসায় একযোগে ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের চেয়ারম্যান, কাউন্সিলর প্রার্থীরাও নিজনিজ এলাকায় প্রচার প্রচারণায় নেমে পড়েছেন।
আগামী জানুয়ারি মাসের মধ্যে দু’শতাধিক পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। অক্টোবরে দেশের পৌরসভা গুলোর নির্বাচনের জন্য সময় গণনা শুরু হয়ে গেছে। এক্ষেত্রে ২০২১ সালের জানুয়ারি মাসের মধ্যেই ভোট করতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশে পৌরসভা রয়েছে ৩২৮টি। এর মধ্যে নির্বাচনের উপযোগী রয়েছে এখন পর্যন্ত ২৫৬টি। তবে এটি কমতে বা বাড়তে পারে। কেননা, মামলাসহ আইনি জটিলতার কারণে সংখ্যায় কিছুটা এদিক-সেদিক হওয়ার সম্ভাবনা থাকে।
The post পৌরসভার নির্বাচনকে ঘিরে নড়েচড়ে বসেছেন চাঁপাইনবাবগঞ্জের প্রার্থী সমর্থক -ভোট জানুয়ারিতে appeared first on নাচোল নিউজ.
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2GD4Zpm
Post Come trough : নাচোল নিউজ