ধোনির রেকর্ড গড়ার ম্যাচে চেন্নাইয়ের হার
স্পোর্টস ডেস্কছোট পুঁজি নিয়ে রাজস্থান রয়্যালসকে পাল্টা লড়াই ফিরিয়ে দেয় চেন্নাই সুপার কিংস। জস বাটলার ক্রিজে এসে ছবিটা বদলে দেন একাই। তার ঝড়ো হাফ-সেঞ্চুরি করে চেন্নাইয়ের প্রচেষ্টায় পানি ঢেলে দেন। ক্যাপ্টেন স্মিথের সঙ্গে জুটি বেঁধে ব্রিটিশ তারকাই রাজস্থান রয়্যালসকে কাঙ্খিত জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
সোমবার (১৯ অক্টোবর) আবু ধাবিতে প্রথমে ব্যাট করে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১২৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান একসময় ২৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে।
তবে পরিস্থিতি সামাল দেন স্মিথ-বাটলার জুটি। রাজস্থান ১৭.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৬ রান তুলে নেয়।
প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ২০০তম ম্যাচ খেলতে নেমে রেকর্ড গড়েন ধোনি। এমন মাইলস্টোন ম্যাচেই ক্যাচ ও স্টাম্প মিলিয়ে আইপিএলে ১৫০ শিকারের নজির গড়েন চেন্নাই অধিনায়ক। সিএসকের হয়ে ৪০০০ রান করার মাইলস্টোনও টপকে যান ধোনি। একাধিক ব্যক্তিগত রেকর্ড গড়লেও ধোনির দল যথারীতি ম্যাচ হেরে বসে।
চেন্নাইয়ের হয়ে জাদেজা সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন। ধোনি রান-আউট হন ২৮ রান করে। এছাড়া স্যাম কোরান ২২, ডু প্লেসি ১০, শেন ওয়াটসন ৮, আম্বাতি রায়ডু ১৩ ও কেদার যাদব অপরাজিত ৪ রান করেন।
রাজস্থান শুরুতেই স্টোকস (১৯), উথাপ্পা (৪) ও স্যামসনের (০) উইকেট হারিয়ে বসে। স্মিথ ৩৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। বাটলার ৪৮ বলে ৭০ রান করে নট-আউট থাকেন। তিনি ৭টি চার ও ২টি ছক্কা মারেন। চাহার ২টি উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন বাটলার।
সংক্ষিপ্ত স্কোর:- চেন্নাই: ১২৫/৫ (২০ ওভার), রাজস্থান: ১২৬/৩ (১৭.৩ ওভার), (রাজস্থান ৭ উইকেটে জয়ী)।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/sports/177370/ধোনির-রেকর্ড-গড়ার-ম্যাচে-চেন্নাইয়ের-হার
Post Come trough : PURBOPOSHCIMBD