দু পা জোড়া লাগানো মৎসকন্যা আকৃতির শিশুর জন্মের ৪ ঘণ্টা পর মৃত্যু
শিশুটির জন্মের পর দুই পা এমনভাবে জোড়া লাগানো অবস্থায় রয়েছে যে, দেখতে মৎস্য আকৃতির মতো মনে হয়। কোমর থেকে নিচের অংশে অস্বাভাবিকতা থাকলেও শিশুর শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছিল।
সারাদেশ
বগুড়া প্রতিনিধিবগুড়া শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জন্ম নেয়া অদ্ভুত আকৃতির শিশু মারা গেছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে জন্ম নেয়া শিশুটির কোমর থেকে নিচের অংশ অনেকটা মৎস্য আকৃতির। যে কারণে শিশুটি ছেলে নাকি মেয়ে সেটিও নির্ধারণ করা যায় না।
চিকিৎসকরা জানিয়েছেন, শহরের চারমাথা এলাকার বাসিন্দা মিতু আকতার সন্তান প্রসবের জন্য বিকেলে হাসপাতালে ভর্তি হন। রাত সাড়ে ৭টার দিকে কোনো অপারেশন ছাড়া স্বাভাবিকভাবে তিনি ওই শিশুটির জন্ম দেন। জন্মের পর দেখা যায়, কোমরের নিচ থেকে শিশুটির দুই পা একসঙ্গে জোড়া লাগানো এবং তার পায়খানা ও প্রস্রাবের কোনো অঙ্গ নেই শরীরে।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনার পরিদর্শক এফডাব্লিউভি শাহবাজ আজমাইন জানান, শিশুটির জন্মের পর দুই পা এমনভাবে জোড়া লাগানো অবস্থায় রয়েছে যে, দেখতে মৎস্য আকৃতির মতো মনে হয়। কোমর থেকে নিচের অংশে অস্বাভাবিকতা থাকলেও শিশুর শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছিল। শিশুটি জন্মের সাড়ে ৪ ঘণ্টা পর মৃত্যুবরণ করে বলেও জানান এই চিকিৎসক।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/177369/দু-পা-জোড়া-লাগানো-মৎসকন্যা-আকৃতির-শিশুর-জন্মের-৪-ঘণ্টা-পর-মৃত্যু
Post Come trough : PURBOPOSHCIMBD