বিক্ষোভের মুখে কিরগিজস্তানের প্রধানমন্ত্রীর পদত্যাগ
খবরে বলা হয়, ভোট কারচুপির অভিযোগে দেশটিতে ব্যাপক রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এছাড়া চাপের মুখে ভোটের ফল বাতিল করে নির্বাচন কমিশন। পরে রাজধানী বিশকেকে আইনপ্রণেতাদের জরুরি বৈঠকে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ও স্পিকার।
বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন কিরগিজস্তানের প্রধানমন্ত্রী বোরোনোভ। এছাড়া দেশটির পার্লামেন্টের স্পিকার দাস্তানও পদত্যাগ করেছেন।
বুধবার (৭ অক্টোবর) বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, ভোট কারচুপির অভিযোগে দেশটিতে ব্যাপক রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এছাড়া চাপের মুখে ভোটের ফল বাতিল করে নির্বাচন কমিশন। পরে রাজধানী বিশকেকে আইনপ্রণেতাদের জরুরি বৈঠকে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ও স্পিকার।
প্রেসিডেন্ট জেনবেকোভ জানিয়েছেন, প্রয়োজনে পদত্যাগে সম্মত তিনিও। পরে পার্লামেন্টের জরুরি অধিবেশন ডেকে বিরোধীদলের সাদার জাপারোভকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়।
গত মঙ্গলবার জেলখানায় হামলা চালিয়ে এ বিরোধীদলের নেতা সাদির ঝাপারভকে মুক্ত করেন বিক্ষোভকারীরা। ২০১৩ সালে এক সরকারি কর্মকর্তাদের জিম্মি করার দায়ে তিনি ১১ বছর ৬ মাসের কারাভোগ করছিলেন। তার সঙ্গে আরও বেশ কয়েকজন রাজনীতিকও মুক্তি পান। গেলো তিনদিনের বিক্ষোভ, সংঘর্ষে আহত হয়েছে পাঁচ শতাধিক।
এর আগে কিরগিজস্তানের বিরোধী দলগুলো পার্লামেন্ট দখল করে। বিক্ষোভকারীদের চাপের মুখে পড়ে ইতোমধ্যে গত রবিবার অনুষ্ঠিত হওয়া কিরগিজস্তানের পার্লামেন্ট নির্বাচনের ভোট বাতিল করা হয়েছে। ঐ ভোটে প্রেসিডন্ট সুরনবই জিনবেকভ ব্যপক ভোট পেয়ে জয় লাভ করেন। কিরগিজস্তানের বিরোধী দলগুলোর অভিযোগ ছিল ভোট কেনা বেচা হয়েছে ওই নির্বাচনে।
পূর্বপশ্চিমবিডি/এনএন
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/175964/বিক্ষোভের-মুখে-কিরগিজস্তানের-প্রধানমন্ত্রীর-পদত্যাগ
Post Come trough : PURBOPOSHCIMBD