ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার করোনায় আক্রান্ত
এক বিবৃতিতে মিলার বলেন, ‘গত পাঁচদিন ধরে আমি দূর থেকে কাজ করছি এবং আইসোলেশনে আছি। আজ আমি করোনা পজিটিভ শনাক্ত হয়েছি এবং কোয়ারেন্টিনে আছি।’
আন্তর্জাতিক ডেস্কমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউসের কর্মকর্তারা।
প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ এক ডজনেরও বেশি অন্যান্য সেনা এবং উপদেষ্টারা করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মিলার আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার (৬ অক্টোবর) তার কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে, খবর এপির।
এক বিবৃতিতে মিলার বলেন, ‘গত পাঁচদিন ধরে আমি দূর থেকে কাজ করছি এবং আইসোলেশনে আছি। আজ আমি করোনা পজিটিভ শনাক্ত হয়েছি এবং কোয়ারেন্টিনে আছি।’
তার স্ত্রী কেটি মিলার যিনি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করছেন, এর আগে তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং পরে সুস্থ হয়েছেন। কেটি মিলার পেন্সের সাথে সল্ট লেক শহরে ছিলেন, যেখানে তিনি ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্টের মনোনীত প্রার্থী কমলা হ্যারিসের সাথে বিতর্ক করার প্রস্তুতি নিচ্ছিলেন, তবে স্বামীর করোনার খবর জানতে পেরে তিনি সেখান থেকে চলে যান।
বিবিসি জানিয়েছে, কোস্টগার্ড কর্মকর্তা অ্যাডমিরাল চার্লস রে পজিটিভ হওয়ার পর যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় জেনারেল মার্ক মিলে এবং আরও কয়েকজন সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/ এনএন
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/175965/ট্রাম্পের-শীর্ষ-উপদেষ্টা-স্টিফেন-মিলার-করোনায়-আক্রান্ত
Post Come trough : PURBOPOSHCIMBD